এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Farakka Accident: সবার আগে ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল ফারাক্কায়

Published on: May 31, 2024
Farakka Accident

Farakka Accident ফারাক্কায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল এক ব্যক্তির।  নিউ ফারাক্কা স্টেশনে New Farakka Junction বৃহস্পতিবার রাতে  ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।  বৃহস্পতিবার রাতে ৩ নম্বর প্লাটফর্ম চত্বরে এই দুর্ঘটনা হয় । জানা গিয়েছে , রাতে কিউল এক্সপ্রেস 13409/Malda Town – Kiul Intercity Express  নিউ ফারাক্কায় স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে ঢুকছিল। সেই সময় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পরে যায় স্বপন দাস নামে ওই ব্যক্তি । পা হড়কে ট্রেনের চাকার তলায় চলে যান তিনি । ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি ও আরপিএফ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠান হয়।  মৃত ব্যক্তি সুতির সাদিকপুর এলাকার বাসিন্দা বলে খবর। গয়া থেকে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। আগে ট্রেন থেকে নামতে গিয়েই ঘটে দুর্ঘটনা।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now