এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Farakka ব্যাগ খুলতেই চমকে উঠল! গভীর রাতে কী ঘটল ফারাক্কায়?

Published on: February 15, 2025
Farakka

Farakka শুক্রবার গভীর রাতে ফারাক্কার জয়রামপুর মোড় সংলগ্ন এলাকায় ঘটে গেল এই ঘটনা। এই মোড়েই রাতের অন্ধকারে ঘোরাঘুরি করছিলেন এক রহস্যময় ব্যক্তি। সন্দেহজনক গতিবিধি নজরে আসে এলাকায় টহলরত পুলিশের। প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়। কথাবার্তায় অসঙ্গতি দেখে আটক করে পুলিশ। এরপরেই হয় রহস্যের উদ্ঘাটন। পুলিশি জেরার মুখে সবটাই উগলে দেয় ঐ ব্যক্তি। তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ পুলিশের। ঐ ব্যক্তির কাছে থাকা ব্যাগ খুলতেই বেড়িয়ে আসে দুটি আগ্নেয়াস্ত্র। শুধু আগ্নেয়াস্ত্র নয়! উদ্ধার হয় বোমা তৈরির বারুদ।

Farakka পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে জয়রামপুর মোড় সংলগ্ন এলাকায় এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়। পুলিশ আটক করে তল্লাশি চালাতেই ব্যাগ থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড কার্তুজ ও প্রায় ৮৭৫ গ্রাম বোমা তৈরির বারুদ।

Farakka ধৃত ব্যক্তির নাম জাকিরুদ্দিন সেখ। ফারাক্কার অর্জুনপুরের বাসিন্দা। বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র কী কারণে ওই ব্যক্তি নিজের কাছে রেখেছিল তা জানতে শনিবার ধৃতকে ৭ দিনের হেফাজতে চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় ফারাক্কা থানার পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now