এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Farakka ফরাক্কায় MLAকে নিশানা সুকান্তর। এল পাল্টাও

Published on: January 25, 2026
Farakka

Farakka ফারাক্কায় দলীয় কর্মসূচীতে অংশ নিতে এসে ফারাক্কার বিধায়ককে নিশানা করলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার Sukanta Majumdar। পাল্টা দিলেন ফারাক্কার বিধায়কও। রবিবার ফারাক্কায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনিরুল ইসলামকে নিশানা করেন সুকান্ত মজুমদার। ফরাক্কায় সুকান্ত মজুমদার বলেন, “আশকারা পাচ্ছে তাই মনিরুল বলছে বারবার করব। আমাদের সরকার হলে বলত বারবার করব ? এই পুলিশের ক্ষমতা আছে অ্যারেস্ট করবে ?”। সুকান্ত মজুমদার আরও বলেছেন, ” মনিরুলরা বেপরোয়া হয়ে উঠছে কারন রাজ্য প্রশাসন তাদেরকে মামার বাড়ির আদর দিয়ে রাখছে”। গত ১৪ জানুয়ারি ফরাক্কায় বিডিও অফিসে এসআইআর শুনানি কেন্দ্রে হামলার অভিযোগ বিধায়কের বিরুদ্ধে। এনিয়েও রাজ্য প্রশাসনকে নিশানা করেন সুকান্ত মজুমদার।

Farakka কী জবাব দিলেন ফরাক্কার বিধায়ক ?

Farakka যদিও সুকান্ত মজুমদারকেই নিশানা করেছেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম। তিনি বলেছেন, ফরাক্কা যে শান্তিপূর্ণ এলাকা সেটা আজ প্রমাণ পেয়েছেন সুকান্ত মজুমদার। নাহলে তিনি কালো পতাকা দেখছেন। তিনি বলেছেন,” আপনারা সারা বাংলায় আগুন লাগানোর পরে মলম লাগাতে আসছে। আইন সংবিধান মেনেই আমি কাজ করছি”। ভোট যত এগিয়ে আসছে বাড়ছে রাজনীতির উত্তাপও। তেউ উত্তাপে সরগরম মুর্শিদাবাদ জেলার রাজনীতিও।

আরও পড়ুনঃ Farakka News ফরাক্কার MLA -র বিরুদ্ধে থানার দ্বারস্থ BJP নেতা! কী অভিযোগ?

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now