Farakka: ফারাক্কায় বন্ধ কেন স্টেডিয়াম তৈরির কাজ ?

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিনিধিঃ ফারাক্কাঃ মাটির স্টেডিয়াম তৈরীর কাজ শুরু হলেও এখনও শেষ হয়নি সেই কাজ। যার জেরে অসমাপ্ত স্টেডিয়াম আগাছা জঙ্গলে ঢেকেছে। ফরাক্কার ডিয়ার ফরেস্ট স্টেডিয়াম এর কাজ অসমাপ্ত থাকায় পঞ্চায়েতকেই দুষছেন বিরোধীরা । মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পের আওতায় ২০২০-২০২১ অর্থ বর্ষে ফরাক্কার বেওয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ডিয়ার ফরেস্ট এলাকায় একটি মাটির স্টেডিয়াম তৈরির উদ্যোগ নেওয়া হয়। এই কাজের দেখভালের দায়িত্ব দেওয়া হয় পঞ্চায়েতকে। এই কাজের জন্য অর্থও বরাদ্দ হয় ।

সেই সময় বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উদ্যোগে শুরু হয় মাটির স্টেডিয়াম তৈরির কাজ । তবে পালা বদলের জেরে পঞ্চায়েত বিজেপির হাত থেকে তৃণমূলের হাতে আসতেই হঠাৎই থমকে যায় এই মাটির স্টেডিয়াম তৈরীর কাজ বলে অভিযোগ । স্টেডিয়াম তৈরির জন্য পাঁচিল দেওয়া হয় বেশ কিছুটা অংশে। তবে এখনও ওই অবস্থাতেই পড়ে রয়েছে স্টেডিয়াম তৈরির কাজ । অবিলম্বে অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার দাবি রাখছে স্থানীয়রা । বিরোধী দল হিসেবে বিজেপির দাবি পঞ্চায়েতে পালা বদলের পরই এই কাজ থমকে গিয়েছে । এই কাজ শেষ করতে না পারায় পঞ্চায়েতকেই দুষছে তারা । যদিও তৃণমূল পরিচালিত ফরাক্কার বেওয়া ১ গ্রাম পঞ্চায়েত প্রধান কাজেম আলী মির্জার দাবি ২০২১ সালে যখন বেওয়া-১ পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে আসে। পঞ্চায়েত সমিতির পক্ষে থেকেই টেন্ডার করা হয়েছিল। এরপর এই কাজ শেষ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে । কিন্তু কেন্দ্র সরকার টাকা না দেওয়ায় তা শেষ করা যাচ্ছে না । এখন এলাকার সাধারণ মানুষ চাইছেন এলাকার সকলের জন্য এই মাটির স্টেডিয়াম তৈরির কাজ দ্রুত শেষ করা হোক।