সংসার চালাতে পরিযায়ী হয়েছিল ফারাক্কার কলেজে পড়া ছেলেটা, হল এই পরিণতি ! জ্ঞান হারাচ্ছেন মা

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ সংসারে ছিল অভাব। অভাব মেটাতে শ্রমিকের কাজ করতে ভিনরাজ্যে গিয়েছিলেন ফারাক্কার জিগরির বাসিন্দা, বছর একুশের আব্দুল করিম। বাড়িতে ছিলেন শারীরিক ভাবে অসুস্থ বাবা, মা। দুজনের মুখে হাসি ফোটাতে কাজে গিয়েছিলেন কলেজ পড়ুয়া আব্দুল করিম। সেই বাবা মায়ের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল শুক্রবার বিকেলে। বেঙ্গালুরুতে বিকেলে কাজ করার সময় বহুতল থেকে পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর বাড়িতে আসতেই শোকের ছায়া নেমে আসে পরিবার জুড়ে। দুই বোনের বিয়ের পর করিমই সংসারের হাল ধরেছিলেন।
ঈদের ছুটিতে এই মাসের বাড়ি আসার কথা ছল যুবকের। ছেলের আসার অপেক্ষা করেছিলেন বাবা মাও। ছেলে ফিরল না। এল মর্মান্তিক খবর।

পরিবার সুত্রে জানা গিয়েছে, জিগরি গ্রামের ওই যুবক কলেজে পড়াশোনা করতেন। সংসার চালাতে প্রায় ৫ মাস আগে ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন তিনি । বেঙ্গালুরুতে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। মৃত্যুর খবর বাড়িতে আসতেই শোকের ছায়া নেমে আসে পাড়া জুড়ে। বাড়ির একমাত্র রোজগেরে সদস্য ছিল আব্দুল করিম। আব্দুল করিমের মৃত্যুর পর কী ভাবে সংসার চলবে তা নিয়ে সংসয়ে পরিবার । মৃতদেহ ফেরর অপেক্ষায় পরিবার পরিজনেরা। মৃতের পরিবারের আশা, সরকার যদি সাহায্য করে তবেই বাঁচতে পারবেন পরিবারের সদস্যরা।