এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

জালনোট হরিহরপাড়ায়ঃ গ্রেফতার দম্পতি Hariharpara Couple Arrested With Fake Currency

Published on: November 30, 2021

পাঁচ হাজার টাকার জাল নোট সহ দম্পতিকে গ্রেফতার করল হরিহরপাড়া থানার পুলিশ।  হরিহরপাড়া থানার অন্তর্গত মহেশমারা এলাকায় ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।

জানা গিয়েছে, ধৃতদের নাম সামাউন শেখ এবং  মারুফা বিবি। সামাউন শেখ  সদানন্দপুর এলাকার বাসিন্দা বলে পুলিশ সুত্রে জানা যায়।

ধৃতদের বহরমপুর আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।কীভাবে এল এই টাকা ? জাল নোটের পিছনে চক্র জড়িত আছে কিনা সব নিয়েই তদন্ত করছে পুলিশ।  ধৃতদের হেফাজতে নিয়ে গোটা ঘটনার তদন্ত চলবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now