এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Fake Profile Racket পুলিশ কর্তার নামে Facebook খুলে টাকা !

Published on: September 23, 2024
Fake Profile Racket

Fake Profile Racket পুলিশ অফিসারের নামে নকল ফেসবুক অ্যাকাউন্ট খুলে টাকা লেনদেন। ওই ফেসবুক Facebook  অ্যাকাউন্ট  ব্যবহার করে  নেওয়া হয় টাকা। সেই তদন্তে নেমে ২০ তারিখ ৩ জনকে গ্রেফতার করেছে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ। একজন সিনিয়র পুলিশ অফিসারের ফেক ফেসবুক প্রোফাইল ব্যবহার করে টাকা লোপাটের অভিযোগ পাওয়া গিয়েছিল  ! চাঞ্চল্যকর সেই অভিযোগের তদন্তে নামে জঙ্গিপুর থানা । বারবার অভিযান চালিয়ে সফলতা আসে নি। অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল তিনজন। তদন্তে সরাসরি ওড়িশা যোগ।  ওড়িশার ময়ূরগঞ্জ জেলা থেকে গত ২০ শে সেপ্টেম্বর তিনজন কে গ্রেপ্তার করে আনে পুলিশ। ধৃতদের মধ্যে একজন পড়ুয়া। দু বারে ৪০ হাজার টাকা লোপাটের অভিযোগ।

Fake Profile Racket ধৃতদের সোমবার জঙ্গিপুরে আদালতে তোলা হলে চার দিনের পুলিশ হেফাজত নেয় জঙ্গিপুর থানার পুলিশ। সোমবার সাংবাদিক বৈঠক করে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার SP Jangipur Police District  আনন্দ রাই, জানান, ধৃতদের কাছ থেকে একাধিক সিম কার্ড, ফোন উদ্ধার হয়েছে। তদন্তের স্বার্থে ধৃতদের নাম প্রকাশ করা হয় না। গোটা ঘটনার তদন্ত চলছে। তিনি জানান, ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সকলের বাড়ি ওড়িষ্যার ময়ুরভঞ্জে। ধৃতদের আদালতে পেশ করা হয়। ৪ দইনের পুলিশ হেফাজত পাওয়া গিয়েছে। পুলিশের অনুমান, এই ধরণের কাজের সঙ্গে যুক্ত ধৃতরা। পুলিশ তদন্ত চালাচ্ছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫ টি সিম কার্ড।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now