এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Fake currency: রঘুনাথগঞ্জে প্রায় এক লক্ষ টাকার জালনোট সহ পুলিশের জালে দুই

Published on: July 30, 2022
Fake currency

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ রঘুনাথগঞ্জে প্রায় এক লক্ষ টাকার জালনোট সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ । পুলিশ সুত্রে জানা গিয়েছে শুক্রবার রঘুনাথগঞ্জের কাঁটাখালি থেকে রঘুনাথগঞ্জ থানার অ্যান্টি ক্রাইম টিম গোপন সুত্রে খরব পেয়ে অভিযান চালায়। সেখানে দুজন সন্দেহভাজনকে গ্রেফতার করে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় ৯৯ হাজার ৫০০ টাকার জালনোট। ধৃত নাসিম সেখ ও মইদুল সেখ রঘুনাথগঞ্জ থানা এলাকারই বাসিন্দা । উদ্ধার হওয়া নোট গুলি সবই ৫০০ টাকার বলে পুলিশ সুত্রে খবর। শনিবার ধৃতদের জঙ্গীপুর কোর্টে পাঠায় পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশি হেফাজতের আসবেদন করে পুলিশ। এসডিপিও জঙ্গীপুর SDPO Jangipur বিদ্যুৎ তরফদার, কীভাবে এই নোট এল তা নিয়ে তদন্ত করছে পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now