Fake Lottery Case হাজার হাজার জাল লটারি উদ্ধার, গ্রেফতার পাঁচ

Published By: Imagine Desk | Published On:

Fake Lottery Case রীতিমতো টেবিল পেতে বিক্রি হচ্ছিল জাল লটারি টিকিট। রঘুনাথগঞ্জের গাড়িঘাট এলাকা থেকে জাল লটারি বিক্রির অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে গাড়িঘাট এলাকায় অভিযান চলে। সেখানেই টেবিল পেতে বিক্রি হচ্ছিল জাল লটারি এমনটাই পুলিশের দাবি।  ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২ হাজার জাল লটারি। এই জাল লটারি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল। কতদিন ধরে তা চলছিল তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Fake Lottery Case জানা গিয়েছে ভিন নরাজ্য থেকে একটি নামী সংস্থার জাল লটারির টিকিট নিয়ে এসে রঘুনাথগঞ্জ থানা এলাকায় বিক্রি করার চেষ্টা চলছিল। সেই অভিযোগ পেয়েই মঙ্গলবার সকালে পুলিশের হাতে গ্রেফতার পাঁচ ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিদের নাম মোজাহার শেখ, মিনারুল শেখ, আরজু শেখ, মনিরুল শেখ  এবং সানিরুল শেখ। তাঁদের বাড়ি রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত বিভিন্ন গ্রামে।

Fake Lottery Case পুলিশ সূত্রে খবর, লটারির টিকিট বিক্রেতাদের মধ্যে পশ্চিমবঙ্গে ‘ডিয়ার লটারি’ খুবই জনপ্রিয়। এই সংস্থাটি রাজ্য সরকারকে যথাযথ রাজস্ব দিয়ে ব্যবসা চালালেও তাদের নাম ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী ঝাড়খণ্ড এবং অন্য কয়েকটি জেলা থেকে একই নামের জাল লটারি টিকিট এনে বিভিন্ন বিক্রেতাদের মাধ্যমে বাজারে ছড়িয়ে দিচ্ছেন। এর ফলে রাজ্য সরকার যেমন বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে, জাল লটারির টিকিট কিনে সর্বস্বান্ত হচ্ছেন বহু মানুষ।

Fake Lottery Case জঙ্গীপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম জানান,   জাল নোটের কারবার চলছে সেই খবর রঘুনাথগঞ্জের আইসির কাছে আসে। রেড করা হয়। জাল লটারি ধরা হয়। পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দু হাজার জাল লটারি উদ্ধার হয়েছে। তদন্ত শুরু হয়েছে।