Fake Haldi মুর্শিদাবাদে এবার হলুদের ভেজাল ! ভগবানগোলায় কারখানা। সেই কারখানার পর্দাফাঁস ।কারখানায় তৈরি হচ্ছে ভেজাল হলুদ। ফারাক্কা , সামশেরগঞ্জের পর এবার ভগবানগোলা। আবারও মুর্শিদাবাদে ভেজাল মশলা তৈরির কারখানার হদিশ । উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে ভেজাল হলুদ ও জিরের গুঁড়ো।
Fake Haldi কীভাবে পর্দাফাঁস ?
Fake Haldi সোমবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ পুলিশ জেলার ডিইবি ও ফুডসেফটি আধিকারিকরা হানা দেয় ভগবানগোলা নেতাজি মোড়ের একটি মশলা তৈরির কারখানায়। সেখান থেকে বাজেয়াপ্ত করা হয় প্রচুর পরিমাণে ভেজাল গুড়ো হলুদ ও জিরে মশলা। সাথে উদ্ধার হয় ভেজাল গুড়ো, ভেজাল শুকনো লঙ্কার গুঁড়ো, চালের গুঁড়ো, ভেজাল রং, ডিজিটাল ওজন মেশিন সহ বেশ কিছু সামগ্রী।

ঘটনায় মিল মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদিন মুর্শিদাবাদ পুলিশের ডিইবি ও বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালের এফএসও সায়ন্তিকা চক্রবর্তীর নেতৃত্বে চলে অভিযান।এই কারখানায় ভেজাল হলুদ ও মশলা তৈরির অভিযোগ উঠেছিল। ঐ মিলের কর্মী আলমগীর শা জানান, এখানে হলুদ ও গুঁড়ো মশলা পিষায়ের কাজ হয়।
Fake Haldi এই কারখানায় মধ্যে গুঁড়ো মশলার সাথে রং মিশিয়ে হলুদ তৈরি করা হতো বলে অভিযোগ। এই কারখানা থেকে হলুদ, জিরে ও গুঁড়ো মশলায় নমুনা সংগ্রহ করেন ফুডসেফটি আধিকারিকরা।














