এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Fake Girlfriend প্লাস্টিকের সুচিত্রা সেনকে নিয়ে বাইকে বিদ্যুৎ

Published on: June 22, 2024
Fake Girlfriend

Fake Girlfriend “এ পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলোতো ?”, মনে আছে সেই গান। সেই গানেরই যেন দৃশ্য। বাইকে যেন উত্তম কুমার আর সুচিত্রা সেন। তবে আসল নয়, নকল। একজন মানুষ হলেও অন্যজন প্লাস্টিকের।  প্রেমে ধোঁকা খেয়ে বেছে নিলেন  প্লাস্টিকের প্রেমিকা ( Girl Friend) । আর সেই প্লাস্টিকের প্রেমিকাকে নিয়েই বাইকে ঘোরাঘুরি। এমন কান্ড করেই তাক লাগিয়েছেন মুর্শিদাবাদের Murshidabad  সাগরপাড়ার  বাসিন্দা  বিদ্যুৎ মণ্ডল। নামও দিয়েছেন, প্লাস্টিকের এই গার্লফ্রেন্ডের। কিন্তু কেন এমন করলেন ওই যুবক ? কী জানাচ্ছেন নিজে ?

বিদ্যুৎ মন্ডলের দাবি, প্রেমিকা ছেড়ে গিয়েছেন।  নকল প্রেমিকা অন্তত ছেড়ে যাবে না। তবে যুবকের এহেন কান্ডে উঠছে প্রশ্নও। মেয়েদের প্রতি কেন এত বিদ্বেষ ? সমাজের চলতি ধারণায় কি উঠে আসছে যুবকের কারসাজিতে ?
যদিও এসব প্রশ্নের পরোয়া নেই ডোমকলের যুবকের। হাওয়ার সাথে পাল্লা দিয়ে ছুটছে বাইক। উৎসবের খুশি ভাগ করে নিচ্ছেন প্লাস্টিকের গার্লফ্রেন্ডের সঙ্গেই। বাইকে পিছনের সিটে তাঁকে বেঁধেই চলছে সুহানা সফর। বলছেন, এই পথ যদি না শেষ হয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now