Facebook মেসেঞ্জারে জানান ড্রাগ পাচারের খবর, গোপন থাকবে পরিচয় -International Day Against Drug Abuse and Illicit Trafficking

Published By: Madhyabanga News | Published On:

ড্রাগের ব্যবসা রুখতে খবর দিন পুলিশকে। International Day Against Drug Abuse and Illicit Trafficking আন্তর্জাতিক মাদক ও মাদক পাচার বিরোধী দিবসে অনুরোধ করা হল জঙ্গীপুর পুলিশ জেলার পক্ষ থেকে। জঙ্গীপুর পুলিশ জেলার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে,  যদি ড্রাগ বিক্রয়কারীর সম্মন্ধে কোনো খবর থাকে তবে ফেইসবুক পার্সোনাল মেসেজ করে পাঠাতে পারেন Jangipur Police District ফেসবুক পেজে।  গোপন থাকবে সংবাদদাতার পরিচয়। ফেসবুক পেজেই পোস্ট করে এই আহ্বান জানানো হয় শনিবার।

এদিন  জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে মানুষের এবং সমাজের উপর ড্রাগ যে মারাত্মক ও সর্বনাশা প্রভাব ফেলে, সে সম্পর্কে মানুষকে সচেতন করা হয় পদযাত্রার মাধ্যমে ।

গত এক সপ্তাহে জঙ্গিপুর পুলিশ জেলা মোট ৭ জন ব্যাক্তিকে আটক করেছে যারা ড্রাগ বা মদক জাতীয় দ্রব্য বিক্রির সাথে জড়িত ছিল । আরো দুই জন মাদক আসক্ত ব্যক্তিকে পুনর্বাসনে (rehabilitation) পাঠানো হয়েছে।