Eye Camp: ব্যস্ত জীবনে সময় কোথায় ? চক্ষু পরীক্ষা শিবির পুলিশের

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ গাড়ি চালক থেকে বাস ড্রাইভার, অটো ড্রাইভার সহ কর্মী হেলপারদের নিয়ে বীনমূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হল বহরমপুর থানায়। মুর্শিদাবাদ পুলিশ জেলার উদ্যোগে এবং বহরমপুর থানার সহযোগিতায় শুক্রবার এই ক্যাম্পে ২০০ ও বেশি মানুষ চক্ষু পরীক্ষা করান । ব্যস্ততম জীবনে গাড়ি চালকদের । অনেক সময় চোখের নানা সমস্যা থাকলেও কখনও বা অর্থের অভাব বা কখন সময়ের অভাবে চোখের চিকিৎসা হয়ে ওঠেনা, এর ফলে অনেক সময় দুর্ঘটনাও ঘটে। সেই সব মানুষদের সহায়তা করতে এই ক্যম্পের আয়োজন বলে জানান জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার।

এদিন বহরমপুর থানার চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কে শবরী রাজকুমার, অ্যাডিশনাল পুলিশ সুপার সদর সুবিমল পাল, অ্যাডিশনাল এসপি ট্রাফিক পাপিয়া সুলতানা, অ্যাডিসনাল এসপি লালবাগ তন্ময় সরকার সহ পুলিশ প্রশাসনের কর্মী আধিকারিকেরা। শুরু বহরমপুর থানায় নয় আগামী দিনে মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে নবগ্রাম থানাতেও এই একই উদ্যোগ নেওয়া হবে বলে জানান জেলা পুলিশ সুপার।