এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Exit Poll ‘আমি বলছি ৫৪৩ করে দেওয়াই বুদ্ধিমানের কাজ’ দাবি অধীর চৌধুরীর

Published on: June 2, 2024
adhir-exit poll-result

Exit Poll মাঝে আর একদিন তারপর ৪ই জুন শুরু হবে লোকসভা ভোটের গণনা। তার আগেই বিভিন্ন সংবাদমাধ্যম চলছে বুথ ফেরত সমীক্ষা। সেখানেই কোথাও বিজেপি সরকার ৪০০ পার তো কোথাও ৩৯৫। কিন্তু এই সমস্ত সমীক্ষা ‘এক একটা মিথ্যার বান্ডিল’ বলে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রবিবার সাংবাদিক বৈঠক থেকে অধীর চৌধুরী আরও বলেন, নির্বাচনের কাউন্টিং-এ গড়বর করার জন্য একটি মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে। যাতে কাউন্টিং এজেন্ট যারা তারা আগের থেকেই মনমরা হয়ে যায়।

অধীর চৌধুরী এই বিষয়ে আরও বলেন, “এটি একটি মানসিক খেলা। নির্বাচনের গণনায় গড়বর করার জন্যে। এইভাবে মানসিক একটা চাপ তৈরি করা হচ্ছে। তার কারণে গণনার দিন তাদের মানসিকভাবে দুর্বল করা যায়। যাতে গণনার সময় তাদের ভুল হয়”।

এছাড়াও অধীর চৌধুরী এই সমস্ত সমীক্ষাকে মিথ্যার বান্ডিল বলে দাবি করেছেন। তিনি বলেন, “থরেথরে মিথ্যে কথে বলে না। এইগুল সব মিথ্যার বান্ডিল। ৪০০ কেউ বলছে ৪১৫ কেউ বলছে ৩৯৩। আমি বলছি ৫৪৩ করে দেওয়াই বুদ্ধিমানের কাজ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now