Beldanga Rail Eviction: বেলডাঙ্গায় রেল কলোনির ব্যবসায়ীদের উঠে যেতে মাইকিং,উত্তেজনা

Published By: Imagine Desk | Published On:

২১ অক্টোবরের মধ্যে কলোনি খালি করার নির্দেশ

 নিজস্ব প্রতিনিধিঃ বেলডাঙ্গায় (Beldanga) রেল কলোনির (Rail Colony) উচ্ছেদকে (Eviction) ঘিরে উত্তেজনা ছড়াল। এলসি ১১১/ টি ও বিইবি স্টেশনের মধ্যে এই রেল কলোনি। মঙ্গলবার মাইকিং করল রেল প্রশাসন। এদিন ব্যবসায়ীদের উদ্দেশ্যে মাইকিং করে বলা হয়,  আপনারা জানেন, লেভেল ক্রসিংয়ের উপর দিয়ে ফ্লাইওভারের কাজ হতে চলেছে। ওই লেভেল ক্রসিং সংলগ্ন ব্যাবসায়ীদের রেলের জায়গা খালি করতে বলা হয়েছে। তা না হলে রেল প্রশাসন জায়গা খালি করতে বাধ্য থাকবে। ২১ অক্টোবরের মধ্যে তা খালি করতে বলা হয়েছে।

Rail Colony Eviction

Beldanga Rail Eviction রেলের এক আধিকারিক বলেন, এখানে জনসাধারণের সুবিধার জন্যে ফ্লাইওভার এর উপর একটি ব্রিজ তৈরি হবে। রেলের জায়গা দরকার। আগে এঁদের নোটিস দেওয়া হয়েছিল। প্রায় দুবছর ধরে রেলের আধিকারিকরা এসে নোটিস দিয়েছেন। গত এক সপ্তাহ আগেও এঁদের নোটিস দেওয়া হয়েছিল।  রেল গেটে প্রচুর জ্যাম লেগে যায়। তখন অসুস্থ মানুষ অনেক সময় সমস্যায় পড়েন। এখানকার মানুষের বক্তব্য ছিল, পুজো পার করে উচ্ছেদ করা হোক। সেই অনুযায়ী সময় দেওয়া হল। যদি নিজেরা খালি না করে তাহলে রেল প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নেবে।

Beldanga Rail Eviction পাঁচরা মোড়ের এক ব্যবসায়ী ইয়াকুব হোসেন এদিন জানান, দীর্ঘ দিন রেলের জায়গায় হয়তো করে খাচ্ছি। আমরা রেলের ওভার ব্রিজের পক্ষে। তবে আমরা এখন কোথায় যাব, আমরা গরীব। আমাদের সেই সামর্থ্য নেই যে অন্য কোথাও দোকান করবো। আমাদের সেই পুঁজিও নেই। আরেক ব্যবসায়ী আনোয়ার শেখ বলেন, ওভারব্রিজ করবে তো আমরা কোথায় যাব? গরীব মানুষ, সামর্থ্য নেই। আমার বাপ দাদুরা এই দোকান করে খেয়েছেন।

See also  Beldanga Road: বেলডাঙায় জাতীয় সড়কে প্রাণ গেল ৩ জনের, একই বাইকে সওয়ার, কোনমতে বাঁচল শিশু Beldanga Road Accident takes 3 lives