নিজস্ব সংবাদদাতা, রঘুনাথগঞ্জঃ পাঁচটি ভিন্ন স্পোর্টস নিয়ে ‘পেন্টাথেলান ২০২৩’ শুরু হয়েছে গোমুখ গুহা থেকে। শেষ হবে কলকাতায় এসে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৪৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন এই প্রতিযোগীতায়। ৬ ই অক্টোবর উত্তরাখণ্ড থেকে শুরু হয়েছে ট্রেকিং। সেখান থেকে রাফটিং করে ঋষিকেশ। তারপরে আবার ২০শে নভেম্বর ফারাক্কা থেকে শুরু হয় কায়াকিং। ‘কায়াক’ নামের এস্কিমোদের দেশের ছোট প্যাডেল করা বোটে করে। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টা নাগাদ ফারাক্কা থেকে কায়াকিং করে বেলা ১ টা নাগাদ রঘুনাথগঞ্জ সদরঘাটে এসে উচ্ছ্বসিত প্রতিযোগীরা।
২৩ শে নভেম্বর নদীবক্ষে কায়াকিং করে প্রতিযোগীরা আসবেন বহরমপুরে। এরপরে রোলিং ও সেলিং করে দাঁর বেয়ে ৩০ শে নভেম্বর কলকাতার বাবুঘাটে শেষ হবে পেন্টাথেলান ২০২৩। ১০৭ ঘন্টায় মোট ৫৩০ কিলোমিটারের প্রতিযোগীতায় গঙ্গা নদীতে রাফটিং, ট্রেকিং, কায়াকিং, সেলিং ও রোলিং করবেন প্রতিযোগীরা।