ESIC Hopsital Jangipur তারাপুর বিড়ি হাসপাতাল কি ইএসআইসি হবে?
ESIC Hopsital Jangipur তারাপুর বিড়ি হাসপাতালের বেহাল দশা। লক্ষ লক্ষ বিড়ি শ্রমিক থাকলেও তাঁদের জন্য নির্দিষ্ট আর কোনও বিড়ি হাসপাতাল নেই মুর্শিদাবাদ জেলায়। জঙ্গীপুরে (Jangipur) ইএসআইসি হাসপাতালের (ESIC Hospital) দাবি তুললেন স্থানীয় তৃণমূল সাংসদ খলিলুর রহমান (Khalilur Rahaman)। শুক্রবার তিনি লোকসভায় এই দাবি তোলেন।
আরও পড়ুনঃ Nashipur Rail Bridge নসীপুর ব্রিজ দিয়ে বারাণসী, চেন্নাইয়ের ট্রেন চাইলেন গৌরী
ESIC Hopsital Jangipur সংসদে খলিলুর বলেন, স্বাস্থ্যসেবা অপ্রতুল থাকা কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়। নাগরিক অধিকার হরণের সমতুল্য। দীর্ঘ দিন ধরে বিপুল সংখ্যক শ্রমিক ইএসআইসি-তে অবদান প্রদান করলেও জঙ্গীপুরে আজও ইএসআইসি হাসপাতাল প্রতিষ্ঠা পায়নি। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাস্থ্যসেবা বিলাস নয়। এটি রাষ্ট্র কর্তৃক সুরক্ষিত অধিকার। অতএব আপনার মাধ্যমে আমি কেন্দ্রীয় সরকারকে নিম্নলিখিত বিষয়গুলি করার দাবি জানাচ্ছি। এক, জঙ্গীপুরে একটি পূর্ণাঙ্গ আধুনিক সুসজ্জিত ইএসআইসি হাসপাতালের অবিলম্বে অনুমোদন ও নির্মাণ করা হোক। দ্বিতীয় হচ্ছে শ্রমিকদের স্বাস্থ্যসেবাকে সাংগঠনিক অধিকারের অংশ হিসেবে বাস্তবায়ন করা হোক।
ESIC Hopsital Jangipur রাজ্যের কী অবস্থান?
ESIC Hopsital Jangipur উল্লেখ্য, রাজ্য সরকার ২০২৩ সালের শুরুর দিকে জানিয়েছিল, তারাপুর বিড়ি হাসপাতালকে নিয়ে ইএসআইসি হাসপাতাল করা হবে। যদিও তা এখনও বাস্তবায়ন হয়নি।















