EPFO আবেদন করলেই মিলবে টাকা! ফ্রেশারদের জন্য কী স্কিম কেন্দ্রের?

Published By: Imagine Desk | Published On:

EPFO তরুণদের জন্য নয়া স্কিম এনেছে কেন্দ্রীয় সরকার। এই স্কিমটিকে ইএলআই (ELI) বা কর্মচারী লিঙ্কড ইনসেনটিভ স্কিম বলা হয়। কেন্দ্রীয় সরকার এই স্কিমটিতে ৯৯,৪৪৬ কোটি টাকা ব্যয় করতে চলেছে! কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে কর্মসংস্থান সংযুক্ত উৎসাহদান প্রকল্পে ( এমপ্লয়মেন্ট লিংকড ইনসেনটিভ ইএলআই স্কিম) অনুমোদন দেওয়া হয়েছে। শিল্প সংস্থায় উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দক্ষ শ্রমিক তৈরির লক্ষ্যে কর্মসংস্থান বৃদ্ধি থেকে বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক ভাবে সহায়তা করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ভারত সরকারের শ্রম এবং রোজগার মন্ত্রকেরর তরফে। যেখানে কর্মীদের সহায়তা করা এবং বিস্তৃত সামাজিক সুরক্ষা বলয় তৈরি করতে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে উৎপাদন ক্ষেত্রকে।

EPFO  বিশেষ করে তরুণদের জন্য ইএলআই স্কিম শুরু করতে চলেছে। এই স্কিমের আওতায়, যারা প্রথমবার চাকরিতে যোগ দেবেন তাদের ১৫,০০০ টাকা সুবিধা দেওয়া হবে। যুবক, যুবতীদের পাশাপাশি, কোম্পানিও এর সুবিধা পাবে। এই স্কিমের আওতায়, যে সব কোম্পানি নতুনদের চাকরি দেবে তাদেরও প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে।

EPFO যোগদানের পর কতদিন এই সুবিধা মিলবে? 

EPFO এই বিষয়ে প্রাপ্ত তথ্য অনুসারে, যদি কোনও ব্যক্তি ২০২৫ সালের ১ অগাস্ট বা তার পরে চাকরি শুরু করেন, তাহলে তাকে সরকার ১৫০০০ টাকা দেবে। এই সুবিধা ২০২৭ সালের ৩১ জুলাই পর্যন্ত পাওয়া যাবে। এর অর্থ হল, যদি কোনও ব্যক্তি ২০২৫ সালের ১ অগাস্ট থেকে ২০২৭ সালের ৩১ জুলাই-এর মধ্যে চাকরিতে যোগদান করেন, তাহলে তিনি এই সুবিধা পাবেন।

EPFO কীভাবে আবেদন করবেন?

EPFO কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা বা EPFO এর ওয়েবসাইট থেকে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে। বিষদে বিবরণের জন্য কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন আঞ্চলিক শাখা বহরমপুরে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের জন্য ইমেল আইডি – ro.berhampore.wb@epfindia,gov.in এ যোগাযোগ করতে পারেন। অথবা ভারতবর্ষের যে কোন প্রান্তে কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের জনসংযোগকারী আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।

EPFO  এই অর্থ দু’টি কিস্তিতে পাওয়া যাবে:
এই প্রকল্পের আওতায়, সরকার সমস্ত সুবিধাভোগীকে দুটি কিস্তিতে ১৫০০০ টাকা দেবে। প্রথম কিস্তি চাকরি শুরু করার ৬ মাস পরে এবং দ্বিতীয় কিস্তি ১২ মাস পরে দেওয়া হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে প্রধানমন্ত্রীর কর্মসংস্থান ও দক্ষতা প্যাকেজ ঘোষণা করেছিলেন। একই সময়ে ELI প্রকল্পটিও ঘোষণা করা হয়েছিল।

EPFO এই প্রকল্পের আরেকটি বৈশিষ্ট্য:

EPFO ইএলআই বা কর্মচারী লিঙ্কড ইনসেনটিভ স্কিম প্রকল্পের আরেকটি বিশেষ বিষয় হল, আপনাকে এর জন্য কোথাও আবেদন করতে হবে না। আপনার পিএফ অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গেই আপনার ডেটা সরকারের কাছে চলে যাবে এবং টানা ৬ মাস ধরে পিএফের টাকা কেটে নেওয়ার পর, প্রণোদনার পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্টে চলে আসবে।

EPFO বহরমপুর ক্ষেত্রীয় কার্যালয় অ্যাসিস্ট্যান্ট পি এফ কমিশনার সজল ব্রহ্মা বলেন, সরকারের লক্ষ্য হল নতুন কর্মসংস্থান তৈরি করা পাশাপাশি নতুন কর্মচারী যারা কাজে যোগদান করছেন তাদের মধ্যে যাতে সঞ্চয়ের মানসিকতা এবং অভ্যাস গড়ে ওঠে তার সূচনা করা। এই সমস্ত সংস্থা গুলি প্যান অ্যাকাউন্টের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত রয়েছে সেই অ্যাকাউন্টে এই উৎসাহ ভাতা প্রদান হবে। উৎসাহ ভাতা প্রদানের মাধ্যমে আশা করা হচ্ছে আগামী দু বছরে প্রায় ১.৯২ কোটি নতুন চাকরির সংস্থান হবে। বিভিন্ন সংস্থায় কর্মী নতুন যোগদানের ফলে প্রায় ৩.৬ লক্ষ প্রতিষ্ঠান এই প্রকল্পের দ্বারা উপকৃত হবে। দেশের আর্থিক সুরক্ষা বৃদ্ধি পাবে, দেশের কর্মসংস্থান তৈরি হবে, শিল্পের ক্ষেত্রে নতুন দক্ষ শ্রমিক তৈরি হবে।