নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ শিশু কিশোরদের সঙ্গে নিয়ে পরিবেশ সম্পর্কে সচেতনতার পাঠ দিল শহরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ‘শাখী’ নামের এই সংগঠন বছরের বিভিন্ন সময় বৃক্ষরোপণ থেকে শুরু করে নানাবিধ পরিবেশ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে থাকে। এবারও বছরের শেষে শহরের বিভিন্ন স্কুলের খুদে পড়ুয়াদের নিয়ে যোগাসন ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রায় ১৫০ জন পড়ুয়া অংশগ্রহণ করেছিলেন এদিনের কর্মসূচিতে।
অঙ্কন-যোগাসন প্রতিযোগিতার পাশাপাশি তাৎক্ষণিক বক্তৃতাও হয়। পড়ুয়াদের দেওয়া হয় পরিবেশ সচেতনতার পাঠও। পরিবেশ নিয়ে সচেতনতার বার্তা দিতে এবং উন্নত পরিবেশ গড়ার লক্ষ্যেই এই সাংস্কৃতিক প্রতিযোগিতা জানান স্বেচ্ছাসেবী সংস্থা শাখী’র সদস্য ডঃ মণিশঙ্কর ঘোষ।
শনিবার সংস্থার পক্ষে বহরমপুরের শক্তি মন্দির ক্লাব ময়দানে শিশু কিশোরদের নিয়ে হয় অনুষ্ঠান। এদিন সংস্থার পক্ষ থেকে তৃতীয় বর্ষে এই আয়োজন বলে জানান আয়োজকরা।