Election 2026 মুর্শিদাবাদে এসে কংগ্রেসকে কার্যত চাপ দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম Md. Salim । বোঝানোর চেষ্টা করলেন, দ্রুত জোট প্রক্রিয়া শুরু করতে হবে। এই নিয়ে কংগ্রেসকেও সিদ্ধান্ত নিতে হবে। বৃহস্পতিবার বহরমপুরে সভা ঠেকে বিজেপি, তৃনমূলের বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়াইয়ের ডাক দিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বৃহস্পতিবার বহরমপুরে টেক্সটাইল কলেজ মোড়ে সমাবেশ মঞ্চ থেকেই আসন্ন বিধাসভা ভোটে জোট নিয়েও বড় বার্তা দিলেন। এদিন মঞ্চ থেকে সেলিম বলেছেন, ” বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে এককাট্টা হতে হবে। আমরা বামফ্রন্টের দলগুলো আলোচনা করেছি আমরা একসঙ্গে লড়বো । কিন্তু আমরা একা না, আমরা কংগ্রেসকেও বলেছি , আইএসএফকেও বলেছি। ঐ ধরনের যারা বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়তে রাজি আছে তাদের সবাইকে এককাট্টা হতে বলেছি। কংগ্রেস দল তাকিয়ে আছে, এজেলায় হবে না তাহলে প্রদেশ কংগ্রেস কী বলছে। প্রদেশ কংগ্রেস তাকিয়ে আছে দিল্লি কী বলছে। আমরা বলছি এই বাংলার ভবিষ্যৎ কোন হিল্লি দিল্লি ঠিক করবে না। এই বাংলার মানুষকে ঠিক করতে হবে। মুর্শিদাবাদের ভবিষ্যৎ মুর্শিদাবাদের মানুষকে ঠিক করতে হবে”।
Election 2026 আরও পড়ুনঃ Humayun Kabir হুমায়ুনের সঙ্গী নওশাদ ? হবে জোট ?
Election 2026 এদিন বহরমপুরে পথে নামে বাম গণসংগঠন। মিছিল হয় শহরের বিভিন্ন এলাকায়। মিছিল সভা শেষে সাংবাদিক বৈঠক করেন সিপিএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। কোন পথে জোট? মালদা, মুর্শিদাবাদ, বীরভূমে কংগ্রেসকে সিদ্ধান্ত নেওয়ারও ডাক দিলেন মহম্মদ সেলিম, বললেন, ” আমি পরিষ্কার বলেছি মানুষ চাই বিজেপির বিরুদ্ধে গোটা দেশে এবং এরাজ্যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়াই করতে কারন কেন্দ্র ও রাজ্য সরকার গরিব মানুষদের মধ্যে যুদ্ধ ঘোষণা করেছে। বেকারদের, ভোটারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সংখ্যালঘু মানুষ , আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছে। মেয়েদের উপর নির্যাতন হচ্ছে। সেখানে বাংলাকে বাঁচাতে হলে আসুন আমরা একসঙ্গে লড়ব”।
Election 2026 এরপর সেলিম বলেন, ” আমরা ইতিমধ্যে কথাবার্তা শুরু করেছি । যারা যারা কথাবার্তা বলছে তা ইতিবাচক হয়েছে। কিন্তু সময় চলে যাচ্ছে। এর জন্য মুর্শিদাবাদের মাটিতে আছি তাই মালদা, মুর্শিদাবাদ ও বীরভূমে কংগ্রেসকেও সিদ্ধান্ত নিতে হবে। কারন গতবারে আমরা একসঙ্গে লড়েছিলাম। দেখা গিয়েছে কিভাবে আরএসএস তৃণমূল চক্রান্ত করে জোর করে হারিয়েছে। তার বদলা নিতে মানুষ প্রস্তুত হচ্ছে। সেখানে মানুষের ভাবনাকে মর্যদা দিতে হবে তাই কংগ্রেসকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে” । কংগ্রেস কী করবে? বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় তৃনমূল- বিজেপি বিরোধী শক্তি কি জোটবদ্ধ হবে? সেটাই এখন দেখার।















