Eid Special Train যাত্রীদের চাপ সামলাতে ঈদে অতিরিক্ত ট্রেন চালাবে পূর্ব রেল। শিয়ালদাহ-লালগোলা শাখায় চলবে ঈদ স্পেশাল ট্রেন। ২৬ শে মার্চ একটি বিজ্ঞপ্তি জারি করে নতুন তালিকা ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। যেখানে বলা হয়েছে, ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রীদের ভিড় সামলাতে EMU স্পেশ্যাল ট্রেন চালানো হবে। শিয়ালদাহ- লালগোলা শাখায় ঈদ উপলক্ষে EMU স্পেশ্যাল ট্রেন চলবে ৩০ শে মার্চ এবং ১লা এপ্রিল।
Eid Special Train ৩০ শে মার্চ, ২০২৫ এর শিডিউল-
Eid Special Train ৩০ তারিখ শিয়ালদাহ থেকে ১১.৫৫ মিনিটে ছাড়বে EMU স্পেশ্যাল ট্রেন। ৪ টে ৫৫ নাগাদ পৌঁছবে লালগোলা। এই দিনই ট্রেনটি লালগোলা থেকে ছেড়ে যাবে রাণাঘাট অবধি। লালগোলা থেকে ৫ টা ৪৫ মিনিটে ছেড়ে রাণাঘাট পৌঁছবে ৯ টা ২ মিনিটে।
Eid Special Train ১ লা এপ্রিল, ২০২৫ এর শিডিউল-
Eid Special Train রাণাঘাট থেকে ৯ টা ৪৫ এ ছেড়ে ১২ টা ৫০ এ পৌঁছবে লালগোলা। লালগোলা থেকে ২ টো ১৫ মিনিটে ছেড়ে ৭ টা ১০ মিনিটে শিয়ালদাহ পৌঁছবে।
Eid Special Train রমজান এবং ঈদ-উল-ফিতর (Eid) উপলক্ষে ভিন রাজ্যে কর্মরত বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক, চাকুরিজীবী এবং পড়ুয়ারা নিজ নিজ গ্রামে ফিরে আসেন এই সময়ে। নদীয়া থেকে মুর্শিদাবাদ প্রচুর মানুষ ভিন রাজ্য থেকে এই সময় জেলায় ফেরেন। যদিও, ঈদের প্রাক্কালে বাড়ি ফেরার জন্য ট্রেনের সংরক্ষিত কামরার টিকিট পাওয়া নিয়েও সমস্যা দেখা দেয়। এমনকী ট্রেনের জেনারেল কামরাগুলিতেও মারাত্মক ভিড় থাকায় সমস্যায় পড়তে হয় যাত্রীদের। সেক্ষেত্রে ঈদ স্পেশ্যাল ট্রেন চললে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলেই আশা করছে পূর্ব রেল।