Eid al-Fitr 2025 আজ খুশির ঈদ, ঈদগাহে ঢল, আলিঙ্গনে সম্প্রীতির বার্তা

Published By: Imagine Desk | Published On:

Eid al-Fitr 2025 আজ খুশির ঈদ। সোমবার (৩১ মার্চ) সারা দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর। মাসভর রোজা রাখার পর ঈদের আনন্দে মেতেছে রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। এদিন সকাল থেকেই মানুষের ঢল নামতে শুরু করে শহর থেকে গ্রামে ঈদগাহে। সকাল সাড়ে ৮টায় শুরু হয় ঈদের নামাজ। নামাজ শেষ হতেই পরিচিত লোকদের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করেন সকলেই। শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় আট থেকে আশি সকলেই। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর থেকে হরিহরপাড়া থেকে রঘুনাথগঞ্জ, সামসেরগঞ্জ থেকে সুতি সর্বত্র ছবিটা এক। খুশির উৎসবে সম্প্রীতির বার্তা দেওয়া হয়।

Eid al-Fitr 2025 এরই মধ্যে ঈদের আনন্দ স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে শহরাঞ্চলের বেশিরভাগ মানুষ ছুটে গেছেন গ্রামের বাড়িতে। ঈদ খুশি নিয়েই হাজির হয়। সেই খুশি ছড়িয়ে পড়ে পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে এক মহামিলনের সীমানায়। ঈদ মানে আনন্দ। আর ফিতর বলতে রোজার সমাপ্তি কিংবা স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার উদ্দেশ্য। বিভিন্ন জায়গায় প্রশাসনের আধিকারিকেরাও ঈদগাহে গিয়ে শুভেচ্ছা জানান এবং প্রশাসনিক নির্দেশ মেনে চলার বার্তা দেন।