মুর্শিদাবাদে কর্মরত ডেপুটি ম্যাজিস্ট্রেটের বাড়িতে ইডি হানা

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ বহরমপুরে কর্মরত এক ডেপুটি ম্যাজিস্ট্রেটের  ভাড়া বাড়িতে ইডি হানা। সঞ্চয়ন পান নামে ওই ডেপুটি ম্যাজিস্ট্রেটের ভাড়া বাড়িতে ইডি হানা। পঞ্চায়েতে দুর্নীতির মামলায় বহরমপুরের এক বহিষ্কৃত পঞ্চায়েত কর্মচারীর বাড়ির পাশাপাশি মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেটের বাড়িতেও ইডি হানা। বহরমপুরের বিষ্টুপুর কালিবাড়ি এলাকায় বহিষ্কৃত পঞ্চায়েত কর্মী রথীন্দ্র কুমার দের বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরেই ভাড়া বাড়িতে থাকেন মুর্শিদাবাদের NDC ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্জয়ন পান।

এদিন সকালে প্রথমে রথীন্দ্র কুমার দের বাড়িতে পৌঁছান ইডি আধিকারিকেরা, এরপর ডেপুটি ম্যাজিস্ট্রেটের ভাড়া বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকেরা। সঞ্জয়ন পান ধনেখালির প্রাক্তন বিডিও। এদিন বহরমপুরের ভাড়া বাড়ি ছাড়াও সঞ্জয়ন পানের সল্টলেকের বাড়িতেও হানা দেয় ইডি আধিকারিকেরা।

এদিন সকালে সঞ্জয়ন পানের বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। ভিরতে ঢোকের ইডি আধিকারিকেরা। ১০০ দিনের কাজে দুর্নীতিতে এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা।