বহরমপুরে প্রিন্টার নিয়ে WBCS অফিসারের বাড়িতে ইডি

Published By: Madhyabanga News | Published On:

১০০ দিনের কাজে দুর্নীতি কান্ডে বহরমপুরে ইডি হানার প্রায় ছয় ঘণ্টা পার। তদন্তের মাঝেই মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্চয়ন পানের ভাড়া বাড়িতে নিয়ে যাওয়া হল একটি এইচপি’র প্রিন্টার ! এদিন সকালেই ১০০ দিনের কাজের দুর্নীতির তদন্তে বহরমপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্চয়ন পানের ভাড়া বাড়িতে তল্লাশি শুরু করেন ইডির আধিকারিকেরা।

দুপুরে ১টা বেজে ৪৬ মিনিটে ওই আধিকারিকের বাড়িতে নিয়ে যাওয়া হয় একটি প্রিন্টার। ইডি সূত্রে খবর, বেশ কিছু নথিপত্র প্রিন্ট করা হবে। প্রিন্ট হওয়া কাগজ মিলিয়ে দেখা হবে সরকারি নথির সাথে। সেই কারণেই নিয়ে আসা হয়েছে এই প্রিন্টার। আপাতত ম্যারাথন তল্লাশি চলছে বহরমপুরে দু’জনের বাড়িতেই।