ভূমিকম্পে কাঁপল জেলা! প্রতিবেশী দেশও

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ ওয়েব ডেস্কঃ সোমবার সন্ধ্যায় মৃদু কম্পন অনুভূত হল মুর্শিদাবাদ, মালদা, কোচবিহারের মাটি। পাশাপাশি বাংলাদেশের রাজধানী ঢাকা সহ কিছু জায়গাতেও কম্পন অনুভব করা গেছে বলেই সূত্রের খবর। প্রথমে হালকা একটা ঝাঁকুনি তার পর মৃদু কম্পন অনুভূত হয় জেলা জুড়েই। সোমবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ ভারত, বাংলাদেশ, নেপাল, ভূটান এবং চিনে বিভিন্ন মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৫.৩। মেঘালয় রাজ্যেও জোরালো কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল মেঘালয়ের নর্থ গাড়ো হিলস। কম্পন অনুভূত হয়েছে আসামেও। যদিও কোনও জায়গাতেই এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।