এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Earthquake in Berhampore: ”মোবাইলটা কাঁপতে লাগল”, সকালে ভূমিকম্পে রাস্তায় বহরমপুর

Published on: November 21, 2025
Earthquake in Berhampore

Earthquake in Berhampore বিছানায় বসে মোবাইল দেখছিলাম। আচমকাই দেখলাম আমি যেন কাঁপছি। সামনে থাকা শোকেস মনে হচ্ছিল এগিয়ে আসছে। হতভম্ব হয়ে গিয়েছি। কয়েক সেকেন্ডের দুলুনি, তারপরেই থেমে গেল। ততক্ষণে হইচই শুরু। অনেকে রাস্তায় নেমে আসতে শুরু করেছে। আমরাও বাইরে বেরিয়ে এলাম। শুক্রবার সাত সকালে আচমকাই নড়ে উঠল বহরমপুর। এদিন বহরমপুরের (Berhampore) এক বাসিন্দা তাঁর এই এই অভিজ্ঞতার কথা বলছিলেন। তবে রাস্তায় বেরিয়ে আসার পর অনেকে বেশ কিছুক্ষণ বাইরে অপেক্ষা করলেও পরে আর কিছু হয়নি। এরপর যে যার নিজের ঘরে, কাজে ফিরে যান। তবে এই ভুকম্পের যদি আফটার শক হয়! তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে।
Earthquake in Berhampore

আরও পড়ুনঃ
Berhampore Earthquake ভূমিকম্পে কেঁপে উঠল বহরমপুর । বহরমপুরে ভূমিকম্প


Earthquake in Berhampore  এদিন অনেকেই আতঙ্কে ঘর ছেড়ে  রাস্তায় বেরিয়ে আসেন। বিশেষ করে বহরমপুর শহরেও এখন প্রচুর বহুতল গড়ে উঠেছে। তাই আফটার শক-এর ভয়ে উদ্বেগে রয়েছেন অনেকে। সুতির মাঠের এক বাসিন্দা প্রদীপ রায় বলছিলেন, আমি ঘুমোচ্ছিলাম। আচমকাই শঙ্খ বাজানোর আওয়াজে ঘুম ভেঙে যায়। তখন সবাই বলাবলি করছে ভূমিকম্প হয়েছে। মুর্শিদাবাদ (Murshidabad) জেলা ছাড়ায় মালদা, নদীয়াতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। উত্তর পূর্ব ভারতেও ভূমিকম্প (
Earthquake) হয়েছে এদিন।

ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৫.৫

Earthquake in Berhampore এরপর শুরু হয় গুগল ঘাঁটাঘাঁটি। তাতে দেখা যাচ্ছে ট্রেন্ডে রয়েছে আর্থকুয়েক। অর্থাৎ ভুমিকম্প অন্যত্র হয়েছে। কেঁপে উঠেছে কলকাতা শহরও। রিখটার স্কেলে বহরমপুরে ভূকম্পের মাত্রা ছিল ৫.৫। এর উৎসয় স্থল ২৩৮ কিমি দূরে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎস স্থল বাংলাদেশ। ঢাকা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে নরসিংদিতে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। সেখানে মাটির ১০ কিমি ভিতরে এর গভীরতা ছিল। বাংলাদেশের কাছাকাছি হওয়ায় মুর্শিদাবাদে ভালো ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এই প্রতিবেদন আপলোড করা পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না জান যায়নি।
Earthquake in Berhampore এদিন ভূমিকম্প অনূভুত হয়েছে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায়। ঢাকায় ঘর-বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন লোকজন।
উলেখ্য, ২০২০ সালের ২৬ আগস্ট সকাল সাড়ে সাতটার সময় ভূমিকম্পে কেঁপেছিল বহরমপুর। সেবার ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৮। ঢাকা, বরিশাল, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now