এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

হঠাৎ কেঁপে উঠল বহরমপুর

Published on: February 14, 2024

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ আজ বুধবার সন্ধ্যা সাতটা সাঁইত্রিশ মিনিট নাগাদ ভূমিকম্প হয় বহরমপুরে। তীব্র কম্পন অনুভব করেন যাঁরা বাড়ির ভেতরে ছিলেন। পথ চলতি মানুষজন ক্ষণিকের জন্য থমকে যান। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৪.৫। বহরমপুর থেকে চার কিলোমিটার দূরে বারুইপারায় এই ভূকম্পন তীব্র হয়। যদিও অনেকেই তা টের পাননি বলেও জানেন। গুগল জানায় বাংলাদেশ ও ভারতে এই ভূকম্পন অনুভূত হয়।

বহরমপুরের একটি স্কুলে সরস্বতী পুজোর হুল্লোড়েও ভূমিকম্প টের পেয়েছে সৌমাভ পন্ডিত, সজল হালদার, মিলন চক্রবর্তীরা। তারাও একে অপরের কাছে জানতে চেয়েছে নিজেরা ঠিক বুঝেছে কি না। তবে এই ভূ-কম্পনে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলে নি।  ভূমিকম্পে বাংলাদেশে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এর আগে ২০২১ সালে শেষবার বহরমপুরে ভূমিকম্পের খবর এসেছিল।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now