সৌমেন চৌধুরী, বীরভূমঃ মুর্শিদাবাদ ছেড়ে এবার বীরভূমের পথে ডিওয়াওইএফআই’এর ইনসাফ যাত্রা। ৩ নভেম্বর কোচবিহার থেকেম শুরু হওয়া সোমবার সন্ধ্যাতেই পৌঁছায় সাইথিয়ায়। তার আগে সভা হয় বড়ঞার কুলিতে।সভা থেকে তৃণমূলকে নিশানা করেছেন মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা।
মঙ্গলবার সাইথিয়া কলেজ মোড় থেকে শুরু হয়েছে ইনসাফ যাত্রা। ইনসাফ যাত্রা থেকে রাজ্যে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছে যুবরা। উঠেছে কর্মসংস্থানের দাবী। এদিন মাঠে নেমে খেতমজুরদে সাথেও কথা বলতে দেখা গিয়েছে ডিওয়াইএফআই নেতাদের। তিহার জেলে বন্দী রয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বীরভূমে অনুব্রতকেও নিশানা করেছেন যুব নেতারা। ঝাঁঝালো ভাষণে সভা থেকে যুব নেতারা আক্রমণ করেছেন তৃণমূল , বিজেপিকে। এদিন মহম্মদ বাজার হয়ে ইনসাফ যাত্রা শেষ হয় সিউড়ি শহরে।