DYFI Protest আরজিকর থেকে জয়নগর। একের পর এক যায়গায় নারকীয় ঘটনার প্রতিবাদে রবিবার বিভিন্ন জায়গার পাশাপাশি সালারেও বিক্ষোভ বাম যুব মহিলা সংগঠন । এদিন দুপুরে সালারে মিছিলের পাশাপাশি রাস্তা অবরোধ করে চলল বিক্ষোভ। রাজ্যে নারী সুরক্ষা সুনিশ্চিত করা সহ একাধিক দাবিতে এদিন জেলার বিভিন্ন জায়গায়তেও পথে নামে বাম মহিলা ও যুব সংগঠনের সদস্যরা। ডিওয়াইএফআই DYFI নেত্রী মুর্শিদা পারভিন জানান, রাজ্য জুড়েই এসএফআই SFI , ডিওয়াইএফআই, মহিলা সমিতি রাস্তায় নেমেছে। তার অংশ হিসেবেই এদিন সালারের কর্মসূচি।
DYFI Protest অন্যদিকে রবিবার কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছে, জয়নগরের নিহত নাবালিকার দেহের ময়নাতদন্ত কল্যাণী এমস হাসপাতালে করতে হবে। রবিবার জরুরি শুনানিতে আদালতের প্রশ্নের সামনা সামনি হতে হয়েছে পুলিশ-প্রশাসনকেও । কেন পকসো আইনে জয়নগরে ? প্কারশ্ণ্ডেন তুলেছেন তুলেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতির প্রশ্ন, মেয়েটির বয়স ১০ বছরের কম হওয়া সত্ত্বেও কেন পকসো আইনে মামলা রুজু করেনি পুলিশ? সুরতহালের পরেও কেন পুলিশ পকসো ধারায় মামলা রুজু করল না? এর পরেই জয়নগরকাণ্ডে পুলিশকে পকসো আইনের ধারা যুক্ত করার নির্দেশ দেন বিচারপতি। আরজি কর ইস্যুতে জুনিয়ার চিকিৎসকদের পাশাপাশি এবার অনশনে বসতে চলেছেন সিনিয়ার চিকিৎসকরাও। রবিবার জয়েন্ট প্ল্যাটফর্ম ওফ ডক্টর্সের পক্ষ থেকে জানানো হয়েছে তারাও এবার অনশন কর্মসূচি শুরু করবেন। তবে কবে কোথায় তারা অনশনে বসবেন তা এখনও জানানো হয়নি।
DYFI Protest এই ইস্যুতে সুর চড়িয়েছে সিপিএমের ছাত্র, যুব মহিলা সংগঠনও । রবিবার জয়নগর থানায় বিক্ষোভ দেখানো হয়। সেখানে ছিলেন মিনাক্ষী মুখার্জি, দিপ্সিতা ধর, ধ্রুবজ্যোতি সাহারা।