DYFI সিপিএমের CPI(M) যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ২০ তম রাজ্য সম্মেলন উপলক্ষে DYFI এর প্রকাশ্য সমাবেশ বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে। স্থায়ী কাজ, ইনসাফের দাবীতে চাই ঐক্যবদ্ধ লড়াই এই দাবীতে প্রকাশ্য সমাবেশ হল শনিবার। ২১ থেকে ২৩ জুন বহরমপুরে হবে ডিওয়াইএফআই-এর রাজ্য সম্মেলন। প্রকাশ্য সমাবেশে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখার্জি, ডিওয়াইএফআই রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, ছিলেন ডিঅয়াইএফআই এর প্রাক্তন সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম, প্রাক্তন রাজ্য সম্পাদক জামির মোল্লা, সংগঠনের সর্ব ভারতীয় সভাপতি এ এ রহিম সহ জেলা ও রাজ্য নেতৃত্ব। জেলা ও রাজ্যের সিপিএম নেতারাও।

DYFI সম্প্রতি সামসেরগঞ্জ কাণ্ড থেকে পরিযায়ী শ্রমিক ইস্যু- একাধিক বিষয়ে সমাবেশ মঞ্চে সোচ্চার ডিওয়াইএফআই নেতৃত্ব। নতুন বাংলা গড়ার ডাক দেওয়া হয় সমাবেশ মঞ্চ থেকে। গিটার হাতে মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন আরাত্রিকা সিনহা। ‘পথে এবার নামো সাথী’-র সুরে সুর ধরলেন প্রকাশ্য সমাবেশ মঞ্চ থেকে। ‘সংগ্রাম, সংস্কৃতি, ঐতিহ্য, অতীত থেকে ভবিষ্যতের পথে’ বই প্রকাশিত হয় সমাবেশ মঞ্চে। উদ্বোধন করেন ডিঅয়াইএফআই এর প্রাক্তন সর্ব ভারতীয় সম্পাদক মহম্মদ সেলিম। মঞ্চে একে একে বক্তব্য রাখেন সংগঠন নেতৃত্ব। সভা মঞ্চ থেকে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সুর চড়ান সংগঠন নেতৃত্ব।