DYFI Conference DYFI থেকে বিদায় নিলেন মীনাক্ষী মুখার্জী। মীনাক্ষীর জায়গায় DYFI এর রাজ্য সম্পাদক হলেন মুর্শিদাবাদের ধ্রুবজ্যোতি সাহা। তিনি ছিলেন DYFI এর রাজ্য সভাপতি। নতুন সভাপতি হলেন পূর্ব বর্ধমানের অয়নাংশু সরকার। DYFI এর ২০ তম রাজ্য সম্মেলন থেকে ৯৭ জনের নতুন রাজ্য কমিটি গঠিত হয়। শনিবার থেকে সোমবার অবধি বহরমপুর রবীন্দ্রসদনে চলে DYFI এর ২০ তম রাজ্য সম্মেলন।
DYFI Conference মীনাক্ষী মুখার্জীর জায়গায় কে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল এতদিন। সম্পাদক, সভাপতির পদে কাদের নেওয়া হবে? সমস্ত জল্পনার অবসান হল সোমবার। ২১ শে জুন থেকে ২৩ শে জুন, তিন দিন ধরে বহরমপুরে রবীন্দ্রসদনে অনুষ্ঠিত হল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ২০ তম রাজ্য সম্মেলন। স্থায়ী কাজ, ইনসাফ, ঐক্যবদ্ধ লড়াই এর দাবীতে সম্মেলন শুরু হয় সমাবেশের মধ্য দিয়ে। রাজ্য সম্মেলনের সমাপ্তি হল সোমবার। সম্মেলন শেষে DYFI এর রাজ্য নেতৃত্বের নাম ঘোষণা হল । DYFI পশ্চিমবঙ্গ রাজ্য ২০তম সম্মেলনের মঞ্চ থেকে নবনির্বাচিত সভাপতি হলেন অয়নাংশু সরকার ও নবনির্বাচিত সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা। এছাড়াও যুবশক্তি পত্রিকার সম্পাদক নবনির্বাচিত হলেন সরোজ দাস এবং কোষাধ্যক্ষ নবনির্বাচিত হলেন রুদ্রপ্রসাদ মুখার্জী। উল্লেখ্য, আগেই CPM এর কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন ‘ ক্যাপ্টেন’ মীনাক্ষী। সদ্যই ৪০ বছর পার করেছেন মীনাক্ষী মুখার্জী। তাই তিনি আর যুব সংগঠনে থাকবেন না, তা স্পষ্ট হয়েছে গিয়েছিল আগেই। শিলমোহর পড়ল রাজ্য সম্মেলন শেষে।