Durga Puja Weather Forecast সেপ্টেম্বর September, 2025 মাসে কেমন থাকবে আবহাওয়া? কৌতূহলের অবসান ঘটিয়ে আগাম জানিয়েছে ভারতের মৌসম ভবন। সারা দেশেই সেপ্টেম্বর মাসে বৃষ্টির পরিমাণ থাকবে স্বাভাবিকের চেয়ে বেশি। গড়ে ১০৯ শতাংশ বেশি বৃষ্টি হতে পারে দেশ জুড়ে। এর ফলে উত্তরাখণ্ড, উত্তর রাজস্থান, দক্ষিণ হরিয়ানা, দিল্লি এবং উত্তর ছত্তীসগঢ়ের কিছু অংশে কখনও কখনও অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। যা ডেকে আনতে পারে ভূমিধস, মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানের মতো বিপর্যয়। কিন্তু এবছর সেপ্টেম্বর তো দুর্গাপুজোর মাস! বৃষ্টি কি তাহলে বাদ সাধবে পুজোর আনন্দে?
Durga Puja Weather Forecast সেপ্টেম্বরের শেষে পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে?
Durga Puja Weather Forecast আলিপুর আবহাওয়া দফতর কী বলছে? পুজোর বৃষ্টি নিয়ে এখনই নিশ্চিত করে কোনও পূর্বাভাস দিতে নারাজ আলিপুর আবহাওয়া দফতর। এ বছর মহালয়া ২১ সেপ্টেম্বর। তারপর ২৮ তারিখ থেকে মহাষষ্ঠীতে বোধন দিয়ে পুজো শুরু। বিজয়া দশমী ২ অক্টোবর। মহালয়া থেকে পুজোর মধ্যে কবে কতটা বৃষ্টি হতে পারে, তা নিয়ে বিশেষ বুলেটিন পরে প্রকাশ করা হবে বলেই জানা গেছে। তবে পুজোয় বৃষ্টির সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ এ বছরের দুর্গাপুজোর সময়সূচি তুলনামূলক এগিয়ে এসেছে।
Durga Puja Weather Forecast বর্ষা পুরোপুরি বিদায় নেওয়ার আগেই পুজো শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে বর্ষার স্বাভাবিক বৃষ্টি চলতে পারে পুজোর দিনগুলিতেও, এমনটাই শঙ্কা। পশ্চিমবঙ্গে সাধারণত অক্টোবরের শুরুর দিকে বর্ষা বিদায় নেয়। হাওয়া অফিস সূত্রে খবর, অক্টোবর মাস শুরু হওয়ার পর আরও অন্তত ১০ দিন বর্ষা সক্রিয় থাকা স্বাভাবিক। প্রতি বছরই তা হয়। ফলে এবছরেও তার অন্যথা হওয়ার সম্ভাবনা কম।
Durga Puja Weather Forecast এবছরের পুজো বর্ষার মধ্যেই।
Durga Puja Weather Forecast সেক্ষেত্রে কমবেশি বৃষ্টি হতেই পারে। এমনিতে চলতি মরসুমে তুলনামূলক বেশি বৃষ্টি হচ্ছে দেশের প্রায় সর্বত্র। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা, মুর্শিদাবাদ, বীরভূমের সামান্য কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ বঙ্গের বাকি জেলায় বৃষ্টি থাকবে স্বাভাবিকের চেয়ে কিছু বেশি । এমনটাই মৌসম ভবন সূত্রে জানা গেছে।