Durga Puja Weather পুজোতেও হবে বৃষ্টি ? চিন্তায় পুজো কমিটি

Published By: Imagine Desk | Published On:

Durga Puja Weather উৎসবের Durgapuja 2024  প্রাক মুহুর্তে অসুর যেন  বৃষ্টি। এর জেরেই প্রতিমা থেকে মণ্ডপের ফিনিসিং টাচে সমস্যায় শিল্পীরা। মাথায় হাত পড়েছে পুজো উদ্যোক্তাদেরও। আবহাওয়া দপ্তরও রবিবার মুর্শিদাবাদে Murshidabad  বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পুর্বাভাস দিয়েছে। সেই মতো সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। তবে এর মাঝেও শেষ মুহুর্তে চরম ব্যস্ততা পুজো মণ্ডপ গুলিতে। বুলবোনা দুর্গা পুজো কমিটির উদ্যোক্তা মিঠু জৈন জানান, কাজ প্রায় শেষের দিকে। তাও বৃষ্টির জন্য চিন্তা হচ্ছেই।  আজ কাজ শেষ। কাল উদ্বোধন। তবে সব সময় বৃষ্টি হলে প্যান্ডের ক্ষতি হবে। একটা ভয় আছেই।

আবহাওয়া দপ্তর আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ভারি বৃষ্টি না হলেও মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টির পুর্বাভাস দিচ্ছে। তবে এবার কী বৃষ্টিতেই পুজো। পুজো উদ্যোক্তদারে দাবি এই আবহাওয়ার মধ্যেও পুজো মণ্ডল প্রস্তুত হয়ে যাবে। তবে এর পরেও বৃষ্টি হলে ক্ষতি হতে পারে পুজো মণ্ডলে। এখন বরুণ দেবের দিকেই তাকিয়ে পুজো উদ্যোক্তা থেকে ৮ থেকে ৮০ সকলেই।