এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Durga Puja বহরমপুরের মণ্ডল বাড়িতে জাতি ধর্মের ভেদ মুছে বড় মেয়ে দশভুজা

Published on: October 1, 2025
Durga Puja

Durga Puja নবমীতে কুমারী পুজোর বিশেষ আয়োজন হয়েছে  বহরমপুরের বিষ্ণুপুর মণ্ডল বাড়ির পুজোয়। এবার পঞ্চম বর্ষে মণ্ডল বাড়ির পুজো। এখানে নবমীতে জাতি ধর্ম  নির্বিশেষে সকলেই কুমারী পুজোয় অংশগ্রহন করেন । কুমারীদের মধ্যে থাকে বিভিন্ন জাতি ও ধর্মের মেয়েরা।  কুমারী পুজোয় অংশ নিতে অনেকেই ভিড় জমান এই বাড়ির পুজোয়।

Durga Puja ৫ বছর আগে বাড়ির বড় মেয়ে হিসাবে দশভুজার আরাধনা শুরু করে মণ্ডল পরিবার।

এখানে বাড়ির বড় মেয়ে হিসাবেই পূজিতা হন দেবী। এখানে রথের দিন নয়, গঙ্গা পুজোর দিন কাঠামো পুজো ও কাঠামোয় মাটি পরে পুজোর প্রস্তুতি শুরু হয়।

Durga Puja পুজোর ৫ দিন থাকে বিশেষ বিশেষ ভোগ। ষষ্ঠীতে ৬ রকমের পদ দেওয়া হয় মাকে। সপ্তমীতে ৭টা, অষ্টমীতে ৮টা পদ ও খিচুড়ি ও নবমীতে ৯ রকমের পদ থাকে। এবাড়ির পুজোয় মাকে সন্তানদের মতোই ভোগ নিবেদন করা হয়। কোন পদে থাকে না ঝাল কিছু। মায়ের যাতে ঝাল না লাগে সেই কারনে ঝাল বিহীন ভোগ রান্নার সময় সেই ভোগের স্বাদ গ্রহন করা হয়। তারপর তা মাকে নিবেদন করা হয়।

Durga Puja মণ্ডল পরিবারের অন্যতম সদস্য সঞ্চালী মণ্ডল জানান, পুজোর শুরু হয়েছিল ৫ বছর আগে । এই বাড়িতে মা দুর্গাকে বড় মেয়ে হিসাবেই পুজো করা হয়। পরিবারের সকল সদস্য, আত্মীয় স্বজনেরা পুজোর সহায়তা করেন। পরিবারের সকলেই একেক দিন একেক জন ভোগের দায়িত্ব পালন করে। এখানে ৫ থেকে ১০ বছরের কুমারীদের   পুজো করা হয় দেবী রূপে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now