Durga Puja 2025 মহালয়া মানেই দুর্গা পুজোর সূচনা। একাধিক পুজোর উদ্বোধনও হয়েছে। মহাপঞ্চমীর মধ্যেই সমস্ত পুজোর দ্বার উদ্ঘাটন হবে দর্শনার্থীদের জন্য। ষষ্ঠী থেকে অফিসিয়ালি পুজো শুরু হবে সাথে রাত জেগে ঠাকুর দেখাও হবে জমিয়ে। ভিড় এড়াতে অনেকেই আগে থেকেই পুজো পরিক্রমা শুরু করে দেওয়ার পরিকল্পনা করছেন। পুজোর সময়ে প্রতিমা দর্শনে বেরোনো মানেই সঙ্গে থাকবে পোশাকের সঙ্গে মানানসই ব্যাগ। আর ব্যাগের ভেতর মেকআপের হাজার রকম সামগ্রী। এগুলি তো রাখেনই। তবে ছোটখাটো এমন অনেক জিনিস থাকে, যা আমরা ব্যাগে রাখতে ভুলে যাই। অথচ রাস্তায় বেরিয়ে খুবই প্রয়োজন পড়ে সেগুলি।
Durga Puja 2025 জেনে নিন, কোন জিনিস ব্যাগে না ভরলে ঠাকুর দেখতে গিয়ে বিপাকে পড়তে হতে পারে
Durga Puja 2025 ব্যান্ড এড, সেফটিপিন: নতুন জুতো পরে ঘণ্টাখানেক হাঁটাহাঁটি করার পরই পায়ে ফোস্কা পড়ে গেল? ফোস্কা নিয়ে হাঁটাহাঁটি করা মানেই নাজেহাল অবস্থা! সমস্যা এড়াতে ব্যাগে কয়েকটি ব্যান্ড এড আগে থেকেই রেখে দিন। রাস্তায় বেরিয়ে বিপাকে পড়তে না চাইলে সঙ্গে রাখতে পারেন কয়েকটি সেফটিপিন।
Durga Puja 2025 ছাতা: পুজোয় বৃষ্টিতে ভিজতে পারে শহর থেকে জেলা। তাই সাজগোজ নষ্ট করতে না চাইলে, জ্বরে ভুগতে না চাইলে একটি ছাতা কিন্তু মাস্ট।
Durga Puja 2025 জলের বোতল: পুজোর ক’দিন তরতাজা থাকতে চাইলে আর ত্বকের জেল্লা ধরে রাখতে চাইলে শরীরে জলের ঘাটতি হতে দিলে চলবে না। জল তেষ্টা পেলে বাইরে থেকে ঠান্ডা পানীয় জল খেলেই বিপত্তি। সেক্ষেত্রে ব্যাগে একটি জলের বোতল অবশ্যই রাখুন। খুব ভাল হয় যদি ‘ডিটক্স ওয়াটার’ বানিয়ে ব্যাগে রেখে দিতে পারেন।
Durga Puja 2025 স্যানিটাইজার ও ওষুধ: পুজো মানেই স্ট্রিট ফুড। পথ চলতি খাবার খাওয়ার আগে হাত জীবাণুমুক্ত করা অত্যন্ত জরুরী। সেক্ষেত্রে ব্যাগে স্যানিটাইজ়ার রাখতে ভুলবেন না। ডিজ়ইনফেক্ট্যান্ট টিস্যুও রাখতে পারেন, তা দিয়ে অপরিষ্কার হাত মুছে নেওয়া যাবে। পেটের গন্ডগোল এড়াতে চাইলে স্যানিটাইজ়ারের বোতল সঙ্গে রাখতে ভুলবেন না।
Durga Puja 2025 অনেকক্ষণ এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে ঘোরাঘুরি করে মাথা ধরে গেল! ঠাকুর দেখতে বেরিয়ে এরকম সমস্যা নতুন নয়। তাই ব্যাগে রেখে দিন প্রয়োজনীয় কয়েকটি ওষুধ। বমিভাব, মাথা ধরার মতো সমস্যা যাতে আপনার পুজো পরিক্রমাকে বানচাল না করে। এ ক্ষেত্রে জোয়ানও রাখতে পারেন সঙ্গে।
Durga Puja 2025 পাওয়ার ব্যাঙ্ক: ঠাকুর দেখতে বেরোনো মানেই হাজার হাজার সেলফি, ছবির ভিড়। অসংখ্য ছবি তুলতে গিয়ে ফোনের ব্যাটারি তলানিতে নেমে গেলে বা মোবাইল বন্ধ হয়ে গেলে আফসোস না করে ব্যাগে অবশ্যই একটি পাওয়ার ব্যাঙ্ক রেখে দিন।
Durga Puja 2025 ব্যাস এই কটা জিনিস সাথে থাকলেই নিশ্চিন্তে ঘণ্টার পর ঘণ্টা ঠাকুর দেখা উপভোগ করা যাবে বন্ধু বান্ধব হোক বা পরিবারের সাথে।