নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ Valentine Day তে কী হবে? Promise Day শেষ করে Hug Day-তে চড়া রোদে পিঠ পুড়ছে মাঘের শেষ ল্যাপে। শীতের আমেজ শেষ করে ফের গরমের পদচারণা! প্রশ্ন তুলছেন শীত প্রেমীরা। যদিও শেষ সপ্তাহে মাঝে মধ্যেই ঘুরে ফিরে এসেছে ঠান্ডা। কুয়াশাও ছিল কোথাও কোথাও। এমন অবস্থায় হাওয়া অফিস জানান দিয়েছে আগামী কাল হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকবে, সঙ্গে বইবে হালকা বাতাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে চার জেলায়। আবহাওয়ার এই খামখেয়ালীপনায় প্ল্যান বিগড়েছে প্রেমিক প্রেমিকার। তবে কি জলেই যাবে সরস্বতীর পুজো দিনটি?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সরস্বতী পুজো ও ভ্যালেনটাইন্স ডে (Valentine’s Day 2024) একই দিনে পড়েছে, ১৪ ফেব্রুয়ারি। ওইদিন দক্ষিণের ৯ জেলায় বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃহস্পতিবার দুই বঙ্গেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।