Drug Trafficking Case অভিযুক্তকে সঙ্গে নিয়েই গোপন ডেরায় হানা! উদ্ধার হল কী?

Published By: Imagine Desk | Published On:

Drug Trafficking Case মাদক পাচার কাণ্ডে ক্রমশ পর্দাফাঁস হচ্ছে রহস্যের। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে জাল কতদূর বিস্তৃত? খতিয়ে দেখছে তদন্তকারীরা। এবার সামনে এলো আরও চাঞ্চল্যকর ঘটনা। মাদক পাচার কাণ্ডে গ্রেফতার হওয়া এক পাচারকারীকে সঙ্গে নিয়েই পুলিশি অভিযান হয়। আবারও উদ্ধার হল প্রচুর পরিমান ব্রাউন সুগার। শুধু তাই নয়! উদ্ধার হয়েছে  দুটি স্কুটি।  গোপন ডেরায় গোপনে রাখা ছিল দুটি স্কুটি ও হেরোইন।  রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত মথুরাপুর আদিবাসী পাড়া এলাকায় একটি ফার্ম হাউসে ও পোল্ট্রি ফার্মে তল্লাশি চালিয়ে দুটি স্কুটি ও ২৬৬ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ধৃত আসামীকে সাথে নিয়েই ঘটনাস্থলে হানা দেয় পুলিশ। উদ্ধার হওয়া স্কুটি, মাদক বাজেয়াপ্ত করা হয়।

Drug Trafficking Case উল্লেখ্য, ১৬ ই মার্চ সকালে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত তালাই মোড়ে ১২ নম্বর জাতীয় সড়ক থেকে ৩ কেজি ব্রাউন সুগার উদ্ধার করেছিল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় হাতেনাতে ধরা হয় কুরবান শেখ নামে এক পাচারকারীকে। ধৃতকে জিজ্ঞাসাবাদেই উঠে আসে লালগোলার বাসিন্দা নাজির হোসেনের নাম। রঘুনাথগঞ্জেই এক হোটেলে আত্মগোপন করে থাকা নাজিরের ডেরায় কুরবানকে সঙ্গে নিয়ে হানা দেয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। উদ্ধার করা হয় প্রায় ৪০ লক্ষ টাকা। এবার নাজিরকে সাথে নিয়েই ফের অভিযান চলে। উদ্ধার হল স্কুটি, ব্রাউন সুগার। গোটা ঘটনায় কোনায় কোনায় তল্লাশি চলছে। আর কোথায় কোথায় লুকিয়ে রাখা মাদক? আর কে কে জড়িত? জাল কতদূর ছড়িয়ে? সব প্রশ্নের উত্তর জানতে মরিয়া তদন্তকারীরা।