Drug Dealing রঘুনাথগঞ্জ পুলিশের জালে মালদার যুবক!

Published By: Imagine Desk | Published On:

Drug Dealing ফের মাদক উদ্ধার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। এবার পুলিশের জালে মালদার এক কারবারি! পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক মালদার বৈষ্ণবনগর এলাকা থেকে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ইমামনগর এলাকায় হেরোইন হাত বদলের উদ্দেশ্যে নিয়ে এসেছিল।  বুধবার রাতে ইমামনগর এলাকায় বিপুল পরিমান হেরোইন হাত বদল করার উদ্দেশ্য নিয়ে নির্জন জায়গায় দাঁড়িয়েছিল।  পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে ।  সেই খবরের ভিত্তিতে জঙ্গিপুর ফাঁড়ির ওসি পলাশ পালের নেতৃত্বে সেখানে হানা দিয়ে ওই যুবককে আটক করা হয়।

Drug Dealing তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় ৩০৩ গ্রাম হেরোইন। বাজেয়াপ্ত করা হয় যুবকের কাছে থাকা একটি মোটর বাইক।  ধৃত যুবকের নাম অচিন্ত্য সরকার।   এই হেরোইন কারবারের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ধৃতকে হেফাজতে চেয়ে জঙ্গিপুর কোর্টে তলা হয় বৃহস্পতিবার।