এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Draft Voter List SIR: ১ টা পার, কোথায় খসড়া ভোটার তালিকা?

Published on: December 16, 2025
Draft Voter List SIR

Draft Voter List SIR এদিন এস আই আর এর প্রথম ফল প্রকাশ

Draft Voter List SIR এস আই আর নিয়ে তরজা তুঙ্গে। বিভিন্ন ইস্যুতে দিন-দিন রাজনীতির পারদ চড়ছে।
Draft Voter List SIR যাদের নাম বাদ গিয়েছে বা স্থানান্তরিত, মৃত তাঁদের নাম ওয়েবসাইটে দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission of India)। সারা রাজ্যে ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছে। প্রতিটা বুথের তালিকা তুলে দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ওই বুথে কার নাম বাদ গিয়েছে। তবে বেলা ১ টা পার হলেও খসড়া ভোটার রোল প্রকাশিত হয়নি। একসঙ্গে যা তালিকা দেখা যাবে।

আরও পড়ুনঃ SIR 2026 Murshidabad মুর্শিদাবাদে কাদের নাম বাদ ? দেখবেন কীভাবে ?

Draft Voter List SIR জানা গিয়েছে, নির্বাচন কমিশন খসড়া তালিকা পাঠিয়েছে। কিন্তু তা বিএলও-রা পেয়ে নির্দিষ্ট বুথ এলাকায় নিয়ে যাওয়া সময় সাপেক্ষ বিষয়। এক বিএলও এদিন বলেন, যা জানি তাতে দুপুর ১২ টা নাগাদ খসড়া তালিকা প্রকাশিত হওয়ার কথা। তার পরে তা আমাদের কাছে আসবে। এখনও পর্যন্ত তা পাইনি।

Draft Voter List SIR এতে অনেকে প্রশ্ন তুলেছেন, এখন সব কিছুই তো অনলাইনে হয়েছে। এমনকি এস আই আরে ফর্ম পূরণের ব্যবস্থাও করা হয় অনলাইনে। তাহলে কেন খসড়া তালিকা ওয়েবসাইটে দেওয়া হল না?
Draft Voter List SIR উল্লেখ্য, এস আই আর আতঙ্কে রাজ্যে ৪০ জনের বেশি মৃত্যু হয়েছে বলে অভিযোগ। রাজ্যের শাসকদলের অভিযোগ বিজেপির কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে। সিপিএম, কংগ্রেসের বক্তব্য, একজন বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। আগামী বছর বিধানসভা ভোটের আগে এস আই আর নিয়ে সরগরম রাজনীতি। এদিন এস আই আর এর প্রথম ফল প্রকাশ বলা যেতে পারে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now