এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Dr Anirban Dutta না ফেরার দেশে ডাঃ অনির্বাণ দত্ত

Published on: June 25, 2024
Dr Anirban Dutta

Dr Anirban Dutta   না ফেরার দেশে চলে গেলেন  ডাঃ অনির্বাণ  দত্ত।  বছর ৩৭’এর এই চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ( Murshidabad Medical College Hospital)  সঙ্গে যুক্ত ছিলেন।চিকিৎসার পাশাপাশি গিটার হাতে গান বাঁধতে, গান শোনাতেও পছন্দ করতেন। সব মহলেই ছিল তাঁর জনপ্রিয়তা। তবে  ২৫শে জুন ২০২৪  ঘুম থেকে আর চোখ মেলেন নি তিনি ।ডাঃ অনির্বান দত্ত  শুধুই একজন চিকিৎসক ছিলেন না।  শুধুই কী একজন সঙ্গীত শিল্পীও ছিলেন না ।  দিন বদলের স্বপ্ন ছিল তাঁর মজ্জায় মজ্জায়। ছিল সাধারণ মানুষের প্রতি টান।

এদিন বহরমপুরেই ডাঃ অনির্বাণ দত্তর শেষ কৃত্য সম্পন্ন হয়। সাগরদিঘির (Sagardighi)  বাসিন্দা  অনির্বাণ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির থেকে স্কুলের পড়াশোনা করেছেন। এরপর ডাক্তারি পড়েন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে (North Bengal Medical College and Hospital) । রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতাল থেকে করেছেন এমডি পিজিটি প্যাথলজি। ২০১৮ থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের সঙ্গে যুক্ত ছিলেন। কোভিডকালে গান বেঁধে কোভিড আক্রান্তদের লড়াইয়ের মনোবল জুগিয়েছেন তিনি। চিকিৎসকরা আক্রান্ত হলে প্রতিবাদ করেছেন রাস্তায় নেমে, গানে গানেও। আবার গানেই প্রশ্ন তুলেছিলেন দেশে চিকিৎসা খাতে ব্যয় বরাদ্দ নিয়ে। মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনার বার্তাও দিয়েছেন নিজের গানে।  কিন্তু অকালেই থেমে গেল সেই কন্ঠস্বর ।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now