এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Dr Anirban Datta বহরমপুরে অনির্বাণ দত্ত স্মরণেও মিলল না জবাব

Published on: July 1, 2024
Dr Anirban Datta

Dr Anirban Datta চিকিৎসক দিবসে ডাক্তার অনির্বাণ দত্তের স্মরণ সভাতেও ঘুরে ফিরে এল বেশ কিছু প্রশ্নই। যার মিলল না জবাব। সোমবার বঙ্গীয় চিকিৎসালয়ে ডাঃ অনির্বাণ  দত্তের স্মরণ সভা হয়। এই চিকিৎসালয়ের সঙ্গে দীর্ঘ সময় যুক্ত ছিলেন   ডাঃ অনির্বান দত্ত।  গত ২৫শে জুন প্রয়াত হন তরুণ এই চিকিৎসক। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন ডাক্তার অনির্বাণ দত্ত। চিকিৎসার পাশাপাশি গিটার হাতে গান বাঁধতে, গান শোনাতেও পছন্দ করতেন। সব মহলেই ছিল তাঁর জনপ্রিয়তা। সাগরদিঘির (Sagardighi)  বাসিন্দা  অনির্বাণ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির থেকে স্কুলের পড়াশোনা করেছেন। এরপর ডাক্তারি পড়েন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে (North Bengal Medical College and Hospital) । রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতাল থেকে করেছেন এমডি পিজিটি প্যাথলজি। ২০১৮ থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের সঙ্গে যুক্ত ছিলেন।  শুধু চিকিৎসকই নয় তিনি ছিলেন গানওয়ালাও। এদিন চিকিৎসকের কথা ও তার পুরনো দিনের স্মৃতি উঠে আসল সকলের মুখে মুখে । কীভাবে সকলেই কাছের মানুষ হয়ে ওঠেছিলেন অনির্বান দত্ত তাও শোনা গেল সকলের মুখে। তবে এইভাবে তরুণ চিকিৎসকের চলে যাওয়াটা মেনে নিতে পাড়ছেন না কেউই। তাই স্মরণসভাতেও ঘুরে ফিরে এল বেশ কিছু প্রশ্ন। যার জবাব এদিন মেলেনি। 

স্মরণ সভার মাঝেই শেখর দত্ত বলেন , ” এই সেন্টার এবং বাড়ি ছিল অনির্বাণের খুব কাছের। এই মৃত্যু নিয়ে  অনেকগুলো প্রশ্ন তৈরী হয়েছে।   কেন এতো তাড়াহুড়োয় শেষ কৃত্যের জন্য নিয়ে যাওয়া হল দেহ ? কেন পোস্ট মর্টেম হল না ? কেন দেহ নিয়ে আসা হল না মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই প্রশ্নের উত্তর মেলা দরকার”।  এদিন স্মরণসভায়  ছিলেন ডাক্তার এ হাসান, রবিউল আলম, শিল্পী কৃষ্ণজিৎ সেনগুপ্ত । ছিলেন অনির্বাণ দত্তের ছাত্র থেকে নিকট জনেরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now