Doultabad bad road condition কাদামাটিতে ভরা রাস্তা, বড় বড় গর্তে এক পশলা বৃষ্টিতেই জল জমে বিপত্তি। যাতায়াতের অযোগ্য রাস্তায় পিচের প্রলেপ উঠে বেড়িয়েছে পাথর। রাস্তার জমা জল পায়ে ঠেলেই যাতায়াত এলাকাবাসীদের। রাস্তার বেহাল অবস্থায় দুর্ভোগ মুর্শিদাবাদের দৌলতাবাদে। দৌলতাবাদ বাজার থেকে গঙ্গা প্রসাদ হয়ে হরিহরপাড়া যাওয়ার রাস্তা আর রাস্তা নেই। ৭ কিমি রাস্তা বর্তমানে চলাচলের অযোগ্য। হামেশাই ঘটছে বিপদ। স্কুল পড়ুয়া থেকে ব্যবসায়ী, স্থানীয়রা বিপদের ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন। এলাকাবাসী আব্দুর রশিদ বলেন, ‘এই রাস্তার উপরেই আশেপাশের প্রায় ২০ টি গ্রামের মানুষ যাতায়াত করেন। বৃষ্টি হলেই একহাঁটু জল জমে। জল নিকাশের কোন ব্যবস্থা নেই। রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হয়না। ভোগান্তির কথা বলছেন স্থানীয় বাসিন্দা সারিফুল খান, বলেন, ‘ চলাচলের জন্য রাস্তা চাই’।
হাইস্কুল, হাই মাদ্রাসা সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এলাকা। রাস্তার দশা বেহাল হওয়ায় ভোগান্তিতে পরেন ছাত্র ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা। শিক্ষিকা সুরাইয়া পারভিন বলেন, ‘ রাস্তা এতটাই খারাপ! স্কুলে পৌঁছতেই দেরী হয়ে যায়। আমাদের সাথেও ভোগান্তিতে পড়ুয়ারা। রাস্তার বেহাল দশার কোন পরিবর্তন দেখি না’।
দুর্দশার কথা মেনে নিয়ে দৌলতাবাদ গ্ৰাম পঞ্চায়েত প্রধান নূরে সালমা খাতুন বলেন, ‘ জল নিকাশের স্থায়ী কোন ব্যবস্থা না থাকায় বৃষ্টির জল জমে থাকছে রাস্তায়। বিষয়টি উর্ধতন কর্তিপক্ষকে জানানো হয়েছে। আমরাও চাই রাস্তা দ্রুত সংস্কার হোক’।