এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Doulotabad Accident দৌলতাবাদে বাজার যাওয়ার পথে দুর্ঘটনার বলি যুবক

Published on: August 24, 2024
Doulotabad Accident one died on spot

Doulotabad Accident সাত সকালে দৌলতাবাদের চোদ্দ মাইল মোড় এলাকায় দুর্ঘটনার বলি যুবক। দৌলতাবাদ থেকে বাইকে করে ইসলামপুরে সবজি নিয়ে যাওয়ার পথে ঘটে দুর্ঘটনা। জানা গিয়েছে দৌলতাবাদের ঘাসিপুর এলাকার বাসিন্দা বছর ২২’র সহিবুর রহমান শনিবার সকালে জমিতে সবজি তুলে বাইকে করে ইসলামপুর বাজারে নিয়ে যাচ্ছিলেন। পথে চোদ্দ মাইল এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে বাইকের সাথে মুখোমুখি ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক যুবকের।

প্রতিবেশী সাইদ শেখ তিনি জানান, “সকালে দুজনে চাষের জমি গিয়েছিলাম। মাঠ থেকে যখন বাজারে গেলাম তখন শুনলাম তার রাস্তায় দুর্ঘটনা ঘটেছে। রাস্তাতেয় ঘটে দুর্ঘটনা।” ঘাতক গাড়িটি পালিয়ে যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now