Doulatabad News সপ্তাহের শুরুতে ভয়ঙ্কর দুর্ঘটনা Murshidabad এ! হাত খোয়ালেন যাত্রী

Published By: Imagine Desk | Published On:

Doulatabad News  সোমবার সকালে মুর্শিদাবাদের দৌলতাবাদে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। বহরমপুর-জলঙ্গী রাজ্য সড়কের রাধাকান্ত বাগানে একটি ক্যাফের সামনে লছিমন ও টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন তিনজন। লছিমনে চালক সহ মোট নয় জন যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রানীনগর থানার অন্তর্গত  গোধনপাড়া থেকে একটি টোটো বহরমপুরের দিকে যাচ্ছিল। সেই সময় হঠাৎ একটি দ্রুত গতির লছিমন বিপরীত দিক থেকে এসে সজোরে টোটোয় ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় টোটো রাস্তার একপাশে উল্টে যায়, যাত্রীরা ছিটকে পড়েন। টোটোয় থাকা আহত এক যাত্রী জেলেখা খাতুন জানান, আচমকাই ধাক্কা লাগে।  বহরমপুর যাওয়ার পথে মুহুর্তের মধ্যে বিপদ ঘটে যায়। দুটি আঙ্গুল কেটে গেছে।

Doulatabad News দুর্ঘটনায় গুরুতর আহত হন নামাজি সেখ  নামে এক ব্যক্তি।  ডান হাত কেটে যায় তার।  আহত হয়েছেন মেসের সেখ নামে আরও একজন। প্রত্যেকেই রানীনগর থানার গোধনপাড়া এলাকার বাসিন্দা বলে জানা যায়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরে লছিমন চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। তবে পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। দৌলতাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।