Doulatabad News ঈদের সকালে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। ঈদের আনন্দে মেতে ওঠার আগেই ঘটে গেল চরম বিপদ। মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার অন্তর্গত দুর্গানগর, নরনারায়নপুর, অভিরামপুর, দেবীপুর, গোপীনাথপুর, পোলেপাড়া ও দাদপুর—এই সাতটি গ্রামে ঘটে যায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। বিঘার পর বিঘা জমিতে জ্বলল আগুন। স্থানীয়দের দাবি, জমিতে মজুত থাকা গমের খড়ে আগুন লেগে দ্রুত ছড়িয়ে যায় আশেপাশে। দুর্গানগরের এক বাসিন্দা সাদিক মণ্ডল জানান, জমিতে খড়ে আগুন লাগানোর নিষেধাজ্ঞা আছে প্রশাসনের। সতর্কতা অবলম্বন করা হলেও কে বা কারা উদ্দ্যেশ্যপ্রণোদিত ভাবে আগুন লাগিয়েছে। আর তাতেই ঘটেছে বিপদ।
Doulatabad News আগুন নেভাতে আপ্রান চেষ্টা করেন স্থানীয়রা। বালতি, বালতি জল ঢেলে আগুন আয়ত্তে আনার চেষ্টা চলে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। পুড়ে ছাই হয়ে যায় বিঘা বিঘা জমি। বহু প্রচেষ্টার পর আগুন নেভে। যদিও ততক্ষণে সব শেষ। ভয়াবহ অগ্নিকাণ্ডে গম, পটল, মুসুর, তিল, ভুট্টা সহ বহু ফসল নষ্ট হয়েছে। মাথায় হাত কৃষকদের। ঈদের দিন এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকের ছায়া কৃষক পরিবারে। কীভাবে খড়ে আগুন লাগল তা নিয়ে ধোঁয়াশায় ক্ষতিগ্রস্তরা।