Doulatabad News ইটভাটার পাশেই পুকুর পাড়ে রাখা হলুদ ব্যাগ। যে ব্যাগকে ঘিরে সন্দেহ দানা বাঁধে ইট ভাটার কর্মীদের। কাছে গিয়ে ব্যাগের ভেতর উঁকিঝুঁকি দেওয়ার আগেই খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে ব্যাগ উদ্ধার করে। সামনে আসে আসল ঘটনা। ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয় তাজা বোমা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের দৌলতাবাদের গুরুদাসপুর পঞ্চায়েতের নয় মাইল কুলবেড়িয়া এলাকায়।
Doulatabad News আর কী জানা গেছে?
Doulatabad News স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতেই ইট ভাটার কর্মীরা পুকুর পাড়ে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় দৌলতাবাদ থানায়। ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয় দুটি সকেট বোমা। ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ। বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। কে বা কারা কী কারনে পুকুর পাড়ে বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে দৌলতাবাদ থানা।