ডোমকলে প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি! চাঞ্চল্য এলাকায়

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, ডোমকলঃ সোমবার সকালে স্কুল খুলতে গিয়েই গেটের তালা ভাঙা দেখে সন্দেহ হয় বিদ্যালয়ের অঙ্গনওয়ারী কর্মীর। সে এই ঘটনা জানায় বিদ্যালয় কর্তৃপক্ষকে। তারপরেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসে বুঝতে পারেন এটি আসলে একটি চুরির ঘটনা। বিদ্যালয়ের সম্পত্তি সরজমিনে খতিয়ে দেখেন তিনি। বিদ্যালয় সূত্রে খবর চুরি গেছে একটি জল তোলা পাম্প। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের ডোমকলের বাবলাবোনা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে। ঘটনার পর থানায় লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম।

স্থানীয় সূত্রের খবর, গভীর রাতের বিদ্যালয়ের মেইন গেটের তালা ভেঙে বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করে দুষ্কৃতি। তারপরেই কিছু না পেয়ে মিডডে মিলের ঘরের দরজার তালা ভাঙে। সেখান থেকে জল তোলার পাম্প চুরি করে বলে অভিযোগ। প্রসঙ্গত, ২০১৯ সালেও এই বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে চুরি যায় একটি নলকূপ। তখনও থানাই লিখিত অভিযোগ দায়ের করা হয়। সোমবার ডোমকলের বাবলাবোনা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে চুরির ঘটনা লিখিত আকারে জানিয়ে অভিযোগ ডোমকল থানায় অভিযোগ দায়ের করেন প্রধান শিক্ষক। অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।