নিজস্ব সংবাদদাতা, ডোমকলঃ ডোমকলে আবারও উদ্ধার আগ্নেয়াস্ত্র। ডোমকলের রঘুনাথপুরে আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে গুলি ও দেশি বন্দুক। পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে গোপনে অভিযান চালান হয়।
রঘুনাথপুর মোড় সংলগ্ন এলাকায় দুই সন্দেহজনক যুবককে আটক করে। ধৃতদের তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি। ধৃত সেন্টু শেখ, সুকচাঁদ হালসানা ডোমকল থানা এলাকার বাসিন্দা।
পুলিশের প্রাথমিক অনুমান এই আগ্নেয়াস্ত্র তাঁরা কাউকে দেওয়ার জন্য এসেছিল। বুধবার ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বুধবার বহরমপুর জেলা আদালতে তোলা হয়।