Domkal Viral Cot প্যালেস অন হুইলসের রাজকীয় জার্নির কথা আমাদের অনেকেরই জানা। আর এই জার্নি হল – বেড অন হুইলসে। আস্ত একটি খাট চলছে রাস্তায়। অবাক লাগলেও এটাই বাস্তবে করে দেখিয়েছেন মুর্শিদাবাদের নবাব। নবাব আছে, নবাবিয়ানাও আছে। ঈদের বাজারে ভাইরাল নবাবের ‘চলন্ত খাট’। ডোমকল মহকুমার বিভিন্ন রাস্তায় ছুটল খাট। ডোমকলের শম্ভুনগরের বাসিন্দা নবাব শেখ নামে এক যুবক ৮০০ সিসির একটি ইঞ্জিন দিয়ে বানিয়েছেন চলমান খাট। ভিড় রাস্তায় ছুটে চলেছে প্রমান সাইজের খাট। খাটের দুদিকে রয়েছে দুটি লুকিং গ্লাস। আর গাড়ির জায়গায় পাতা রয়েছে গোদি, তোশক, চাদর। ঈদের দিন এই চলন্ত খাটের উপর বসে যুবক নবাব নানান পোজও দিয়েছেন। আর তারই ছবি ভাইরাল। নবাবের খাটে চড়ে ভিডিও বানানো ভাইরাল হতেই ছড়াচ্ছে নানান গল্প। রাতারাতি হিরো নবাবের চলন্ত খাটের ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি।
Domkal Viral Cot কেন বানালেন নবাব এই চলন্ত খাট?
Domkal Viral Cot বছর সাতাশের নবাব ইদের দিন চলমান এই খাট নিয়ে ডোমকল, রানিনগর-সহ আশেপাশের এলাকায় বেশ কিছুক্ষণ ঘোরার পর ওই চলমান গাড়ি-খাট রাস্তায় যানজট তৈরি করছে। এই কারণে পুলিশের তরফ থেকে তাঁকে তাঁর ‘বাহন’ নিয়ে আপাতত রাস্তায় বার হতে নিষেধ করা হয়েছে। ডোমকলের একটি বেসরকারি স্কুলের গাড়ি চালক নবাব। কেবলমাত্র সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার জন্যই কি বছরখানেক আগে চলমান খাট তৈরির পরিকল্পনা করেছিলেন? আসল কারণ কী? কী ভাবে এবং কেন এমন অদ্ভুত যান তৈরি করলেন? লাজুক স্বরে ডোমকলের নবাবের জবাব, ‘প্রেমিকার ইচ্ছেয় বানিয়েছেন এই ছুটন্ত খাট। ঈদের দিনে তারই একটা মহড়া দিয়েছিলেন।’ প্রায় দেড় বছরের পরিশ্রমে এই যান তৈরি করেছেন নবাব। চার চাকা বিশিষ্ট এই গাড়ি-খাটে শোওয়ার ব্যবস্থা রয়েছে। সামনে রয়েছে ‘লুকিং গ্লাস’। খাটের নীচের অংশে রয়েছে গাড়ির যাবতীয় কলকব্জা।’