Domkal রবিবার তুলকালাম কাণ্ড ডোমকলের গঙ্গাদাস পাড়ায়। গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা এলাকায়।
ঘটনায় গুরুতর আহত তিনজন। আহতদের মধ্যে রয়েছেন এক মহিলাও। মহিলার অবস্থার অবনতী হওয়ায় তাঁকে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ডোমকলের গঙ্গাদাস পাড়া শিশু শিক্ষা কেন্দ্র সংলগ্ন এলাকার ঘটনা। আহত হয়েছেন স্থানীয় বাসিন্দা মাইনুদ্দিন সেখ, তাঁর স্ত্রী আঙ্গুরা বিবি এবং তাদের জামাই রাশিকুল শাহ।
Domkal পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযোগ- পাল্টা অভিযোগে সরগরম এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা সাইফুল সেখের সাথে জল গড়ানো নিয়ে গন্ডগোলের সূত্রপাত মাইনুদ্দিন সেখের। অভিযোগ, মাইনুদ্দিন নিষেধ করতে গেলেই সাইফুল এবং তার ছেলে সহ আরও দুই ভাইপো মিলে মাইনুদ্দিন, তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। যদিও ঘটনার পর পলাতক অভিযুক্তরা এমনটাই দাবি আহতদের পরিবারের। ঘটনার পরেই এলাকা জুড়ে চাপা উত্তেজনা।